1/24
2/24
photos
TRENDING NOW
3/24
4/24
অসুস্থ থাকায় ভোটে প্রার্থী হননি অমিত মিত্র। বিগত সরকারের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের মাসিক সাহায্য, বিনামূল্যে রাজ্যবাসীকে ভ্যাকসিন, দুয়ারে রেশন ইত্যাদি জনমুখী প্রকল্পে বাস্তবায়নে দরকার অর্থ। তার সংস্থানে অর্থ দফতরের অমিত মিত্রের মতো দক্ষ অর্থনীতিবিদকে চাইছেন মমতা। অর্থমন্ত্রী, পরিকল্পনা ও সংখ্যাতত্ত্বের দায়িত্ব দেওয়া হল অমিত মিত্রকে।
5/24
6/24
7/24
বাড়ির মহিলাদের মাসে ৫০০ ও ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি কন্যাশ্রী, সবুজসাথীর মতো প্রকল্প জনমানসে তৃণমূল সরকারের প্রতি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। তার সুফল ভোটে পেয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, এটা নারীশক্তির জয়। নারী ও শিশুকল্যাণের মতো গুরুত্বপূর্ণ দফতর ফের পেলেন শশী পাঁজা।
12/24
13/24
14/24
16/24
17/24
20/24
22/24
23/24
photos