Christmas in Serampore: গঙ্গাতীরে এক টুকরো 'ডেনমার্ক', এই ক্রিসমাসে ধরা দিচ্ছে সম্পূর্ণ নতুন করে! চেনেন?
Serampore The Danish city of Bengal: গঙ্গার পশ্চিম পারে, শ্রীরামপুরে, এক সময়ের ড্যানিশ কলোনিতে অনেক স্থাপত্য সেই সময়কার ইতিহাস বহন করছে। রয়েছে ড্যানিশ গভর্নর হাউস, ড্যানিশ ট্যাভার্ন, শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরির সমাধি, সেন্ট ওলাভ চার্চ, কোর্ট বিল্ডিং, প্রথম ছাপাখানা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে ইংরেজ ফরাসি ডাচদের উপনিবেশ নিয়ে যত কথা হয়, দিনেমার, মানে, ডেনমার্কের অধিবাসীদের নিয়ে অত চর্চা কিন্তু হয় না। অথচ, ভারতের এই অন্যতম ডাচ কলোনিটি তার সমস্ত ঐতিহ্য নিয়ে সারা বছর আমাদের অপেক্ষায় থাকে। আমরা হয়তো বিষয়টি নিয়ে তত আগ্রহী হই না। তবে, এবার ক্রিসমাসে সম্পূর্ণ নতুন করে ধরা পড়ছে জায়গাটি। কোন জায়গা? চেনেন?
1/6
ড্যানিশ কলোনি
2/6
ভিন্ন মুডে বর্ষবরণ
photos
TRENDING NOW
3/6
ঐতিহ্যের উপনিবেশ
গঙ্গার পশ্চিম পারে শ্রীরামপুরে, এক সময়ের ড্যানিশ কলোনিতে সাবেক ফ্রেডরিক নগরে অনেক স্থাপত্য সেই সময়কার ইতিহাস বহন করছে। এখানে রয়েছে ড্যানিশ গভর্নর হাউস, ড্যানিশ ট্যাভার্ন, শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরির সমাধি, সেন্ট ওলাভ চার্চ, কোর্ট বিল্ডিং, প্রথম ছাপাখানা। এছাড়া তো রয়েছেই মাহেশের জগন্নাথ মন্দির, জগন্নাথের প্রাচীন রথ, রাধাবল্লভমন্দির। (ছবি ও তথ্য: বিধান সরকার)
4/6
সেন্ট ওলাভ চার্চ
5/6
বিশেষ উদযাপন
সেন্ট ওলাভ চার্চের সামনে আলো দিয়ে সাজানো হয়েছে। উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ, সেন্ট ওলাভ গির্জার সামনে নানা জায়গা আলোয় সাজানো হয়েছে। ২১ ডিসেম্বর থেকে এই উৎসবের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ তারিখ ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এটা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। সঙ্গীত-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও এখানকার হেরিটেজ নিয়ে আলোচনা থাকছে প্রতিদিনই। (ছবি ও তথ্য: বিধান সরকার)
6/6
আলো-সেলফি-উৎসব
photos