মধ্যবিত্তের কপালে ভাঁজ! আবার বাড়ল Petrol-Diesel-র দাম

May 10, 2021, 13:18 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম। দেশ জুড়ে নির্বাচনের ফলাফলের পর থেকে দফায় দফায় ক্রমশ বেড়েই চলেছে। আজ বাজার খুলতেই জানা যায় ২৬ পয়সা বাড়ল পেট্রোলের দাম অন্য দিকে ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। অর্থাৎ নতুন দাম গিয়ে দাঁড়িয়েছে লিটার পিছু ৯১.৬৬ টাকা। ডিজেলের দাম ৮৪.৯০ টাকা।

2/4

দিল্লিতে পেট্রলের দাম বাড়ল ২৬ পয়সা। লিটার প্রতি দাম ৯১.৫৩ টাকা। রবিবার ১ লিটার পেট্রলের দাম ছিল ৯১.২৭ টাকা। ডিজেলের দাম ৮১.৭৩ টাকা থেকে বেড়ে হল ৮২.০৬ টাকা।   

3/4

মুম্বইতে প্রায় সেঞ্চুরি হাঁকাতে চলেছে পেট্রোলের দাম। লিটার পিছু দাম ৯৭.৮৬ টাকা। ডিজেলের দাম ৮৯.১৭ টাকা।

4/4

পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়তে থাকে জিনিস পত্রের দাম। একদিকে আংশিক লকডাউন করোনায় জেরবার দেশ। সেখানে পেট্রোপণ্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় ফের মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়েছে বলাই যায়।