কখনও রাজীব গান্ধী কখনও বাজপেয়ী, স্মৃতিচারণে মশগুল রামায়ণের সীতা

Apr 27, 2020, 14:15 PM IST
1/6

ফের ভাইরাল পর্দার সীতা অর্থাত দীপিকা চিখলিয়ার ছবি 

2/6

লকডাউনের জেরে নতুন করে রামায়ণে সম্প্রচার শুরু হয়েছে দূরদর্শনে। রামায়ণের সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই তুমুল জনপ্রিয়তা পান পর্দার রাম, সীতারা। রামাণের সম্প্রচার শুরু হওয়ার পর এবার প্রকাশ্যে এল পর্দার সীতা অর্থাত দীপিকা চিখলিয়ার সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছবি 

3/6

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন দীপিকা। সেখানে তিনি জানান, রামায়ণ সম্প্রচার শুরু হওয়ার পর পরই দীপিকা-সহ রামায়ণের অভিনেতা, অভিনেত্রীদের দিল্লিতে ডেকে সম্মানিত করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 

4/6

সেই ছবিই এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন দীপিকা। পর্দার সীতার সঙ্গে ওই ছবিতে দেখা যায় রাম অর্থাত অরুণ গোভিলকেও

5/6

এর আগে লালকৃষ্ণ আদবানি এবং নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা যায় দীপিকা চিখলিয়ার ছবি 

6/6

অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও দেখা যায় দীপিকা চিখলিয়াকে