ভেলকি দেখাচ্ছে ঠাণ্ডা, কুয়াশায় ঢাকল শহর কলকাতা

Jan 20, 2021, 08:51 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: একেবারে ৬ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। ফের চলে এসেছে পূবালি হাওয়ার হাত ধরে প্রচুর জলীয় বাষ্প। উত্তুরে ঠান্ডা হাওয়ার প্রবেশ পথে ফের বাঁধা হয়ে দাঁড়াল এই জলীয় বাষ্প। যার কারণ, গাঢ় কুয়াশায় ঢাকল দক্ষিণবঙ্গ। 

2/6

১৪ বা ১৫ এর কাছাকাছি তাপমাত্রা থাকার কথা ছিল। সেখানে বুধবার তাপমাত্রা পৌঁছে দিয়েছে ১৯.২ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি । 

3/6

এরকম অস্বাভাবিক পারদ উত্থান কারণ কী? আসলে একটা লড়াই বা যুদ্ধ চলছে। উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রবল বেগে বইতে থাকা দক্ষিণ পশ্চিম পূবালি হাওয়ার। সেই দুই প্রতিপক্ষের মধ্যে এই মুহুর্তে জয়ী পূবালি হাওয়াই ।

4/6

তবে তার এই জয় আপাতত প্রথম রাউন্ডেই। বৃহষ্পতিবার বিকেলের পর থেকে ফের সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে উত্তুরে হওয়া।  শেষ ঠাণ্ডা সেটাই। তার মধ্যে আবার দোসর গাঢ় কুয়াশা। 

5/6

  দার্জিলিং এর যে আবহাওয়া থাকার কথা তাই রয়েছে। সামান্য তুষারপাতও হয়েছে। -১ ডিগ্রি তাপমাত্রা ছিল টাইগার হিলে। বিরাট কুয়াশায় ঢেকেছে। 

6/6

দক্ষিণবঙ্গ জুড়ে ঘনকুয়াশার দাপট। আর উত্তরে ছাঙ্গু, ইয়ামথামের দিকে তুষারপাত হয়েছে।