আগামী ২ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি, আজ থেকেই ফের পরিবর্তন আবহাওয়ার! কী জানাল দফতর?

Aug 06, 2020, 09:57 AM IST
1/4

ফাইল চিত্র

সকাল সাড়ে ন’টার বুলেটিন অনুযায়ী, আগামী  ২-৩ ঘণ্টার  মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুত্-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

2/4

ফাইল চিত্র

তবে বৃহস্পতিবার থেকেই  আবহাওয়ার  পরিবর্তন  হতে  পারে  দক্ষিণবঙ্গের  কিছু  জেলায়। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

3/4

ফাইল চিত্র

 দুদিনের  শীতল  আবহাওয়া  বদলে  আবার  তাপমাত্রা  বাড়ার ইঙ্গিত।

4/4

ফাইল চিত্র

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে হয়ে ছিল  ২৯.৫ ডিগ্রি।  বৃহস্পতিবারের  সর্বোচ্চ  তাপমাত্রা  বেড়ে  ৩০ ডিগ্রি ছুঁতে  পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে  ৩৭.৪ মিমি । আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভবনা।