WB Assembly Election 2021: জঙ্গলমহলে 'দিদির দূত' হয়ে নির্বাচনী প্রচারে Mimi-Nusrat

Mar 14, 2021, 20:41 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: শিয়রে একুশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021)। দ্বিতীয় দফায় পয়লা এপ্রিলে ভোট হবে পশ্চিম মেদিনীপুরের একাংশে। হাতে আর মাত্র কটা দিন। রবিবার জেলার দুই জায়গায় নির্বাচনী প্রচারে দেখা গেল তৃণমূলের সাংসদ অভিনেত্রীদ্বয় মিমি-নুসরতকে।

2/6

এ দিন পশ্চিম মেদিনীপুরের পিংলা, চন্দ্রকোণা এবং ঘাটাল বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। জনসভাও করেন তিনি।

3/6

পিংলা বিধানসভায় তৃণমূল প্রার্থী অজিত মাইতি। চন্দ্রকোণায় তৃণমূলের আসনে দাঁড়িয়েছেন অরূপ ধারা ও ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর দোলাই।

4/6

প্রার্থী ঘোষণার পরপরই সশরীরে না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ প্রচার করতে দেখা গিয়েছে ঐ দুই সাংসদ-অভিনেত্রীকে। এবার বাকিদের মতোই মাঠে নেমে পড়লেন তাঁরা।  যদিও ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে 'দেব' এর দেখা না মেলায় ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।  

5/6

এদিন জেলার আর এক বিধানসভা কেন্দ্র নারায়ণগড়ে প্রচারে নামেন নুসরত জাহান (Nusrat Jahan)। সেখানে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন সূর্যকান্ত অট্ট। 

6/6

প্রসঙ্গত, নন্দীগ্রামে মমতার 'চোট' এর পর এসএসকেএম হাসপাতালে তাঁকে দেখতে যান মিমি-নুসরত উভয়েই। 'দিদি'কে দেখে কেঁদে ফেলেন মিমি। বিরোধীদের দিকে আঙুল তোলেন নুসরতও।  'দেখা হবে, খেলা হবে, জেতাও হবে' বলে টুইটও করেন মিমি। এবার ভোট ময়দানেও প্রচারে সক্রিয় ভূমিকায় দেখা গেল তাঁদের।