IND-W vs WI-W | Deepti Sharma: শিল্পের শহরেই অবিশ্বাস্য শিল্পকলা! দেশের কন্যার ইতিহাসে ভারত ৩-০ ওড়াল উইন্ডিজকে...
Deepti Sharmas Record: দিপ্তী শর্মার ঐতিহাসিক রেকর্ডে ভারত হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে...
1/6
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ
2/6
ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওডিআই
গুজরাতের শহর বডোদরার কোটাম্বি স্টেডিয়ামেই হয়েছে তিনটি ওডিআই। প্রথম ওডিআই হরমনপ্রীত কৌররা জিতেছিলেন ২১১ রানে, দ্বিতীয় ওডিআই-তে হেলি ম্য়াথিউজরা হেরেছেন ১১৫ রানে। শুক্রবার অর্থাত্ আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ভারত ৫ উইকেটে জিতে হোয়াইটওয়াশ করেছে মেরুন ব্রিগেডকে। শিল্পের শহরে বডোদরায় শিল্পী হয়ে গেলেন ভারতের স্টার অলরাউন্ডার দিপ্তী শর্মা।
photos
TRENDING NOW
3/6
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস
4/6
ইতিহাস লিখলেন দীপ্তি শর্মা
আর প্রতিপক্ষকে একাই শুইয়ে দিয়েছেন দীপ্তি। ১০ ওভার বল করেছেন তিনি, তিনটি মেডেন পেয়েছেন, ৩১ রান খরচ করে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট! দীপ্তি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দু'বার ৬ উইকেট পেলেন। এই কৃতিত্ব বিশ্বের দুই মহিলা ক্রিকেটারেরই থাকল। ভারতের দীপ্তির পর দক্ষিণ আফ্রিকার সুন লাস। এদিন বাকি চার উইকেট নিয়েছেন রেনুকা সিং।
5/6
ভারতের প্রথম ইনিংস
ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে ভারত ১৩০ বল হাতে রেখে ৫ উইকেটে ম্য়াচ জিতে নেয়। যদিও ভারত ১৩ ওভারের ভিতর ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের টপ অর্ডার- স্মৃতি মন্ধানা (৪), প্রতীকা রাওয়াল (১৮), হরলীন দেওল (১) দ্রুত ফিরে যান সাজঘরে। এরপর হরমনপ্রীত (৩২), জেমিমা রডরিগেজ (২৯), দীপ্তি (৩৯) ও রিচা ঘোষ (অপরাজিত ২৩) মিলে ভারতের জয় নিশ্চিত করেন। ম্য়াচের সেরা হলেন দিপ্তী। ব্যাট-বলে জ্বলে উঠেছেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন রেনুকা সিং। বলাই যায় যে, ভারত আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিল।
6/6
ভারতের প্রথম ইনিংস
ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে ভারত ১৩০ বল হাতে রেখে ৫ উইকেটে ম্য়াচ জিতে নেয়। যদিও ভারত ১৩ ওভারের ভিতর ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। ভারতের টপ অর্ডার- স্মৃতি মন্ধানা (৪), প্রতীকা রাওয়াল (১৮), হরলীন দেওল (১) দ্রুত ফিরে যান সাজঘরে। এরপর হরমনপ্রীত (৩২), জেমিমা রডরিগেজ (২৯), দীপ্তি (৩৯) ও রিচা ঘোষ (অপরাজিত ২৩) মিলে ভারতের জয় নিশ্চিত করেন। ম্য়াচের সেরা হলেন দিপ্তী। ব্যাট-বলে জ্বলে উঠেছেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন রেনুকা সিং। বলাই যায় যে, ভারত আগামী বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি ভালো ভাবেই সেরে নিল।
photos