WB Assembly Election 2021: দমদমে রবিবাসরীয় প্রচারে Bratya Basu, Aditi Munsi

Mar 14, 2021, 19:36 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: রবিবাসরীয় প্রচারে দেখা গেল দমদমের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu)। 

2/6

ভোট আবহের প্রাইমটাইম রবিবার। ছুটির দিনে জনসংযোগ করতে ঝাঁপিয়ে পড়েন প্রত্যেক রাজনৈতিক দলের নেতারাই।

3/6

রবিবার বিকেলে দমদম (DumDum) ইন্দিরা ময়দান থেকে মিছিল শুরু হয় । কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তা শেষ হয় দমদম ক্যান্টনমেন্ট রেল ময়দানে। এ দিনের মিছিল থেকে 'খেলা হবে' স্লোগানও ওঠে।   

4/6

রবিবার ব্রাত্য বসুর সাথে মিছিলে ছিলেন রাজারহাট গোপালপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি (Aditi Munsi)। সদ্যই তৃণমূলের যোগ দেন তিনি। নির্বাচনী প্রচারে এ দিন গান গেয়ে জনসংযোগ করতে দেখা যায় অদিতি মুন্সিকে।

5/6

ব্রাত্য বসুর সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও (Sougata Roy)। 

6/6

প্রসঙ্গত, সকালেই নন্দীগ্রামের শহিদ বেদীতে মাল্যদান করেন তৃণমূল নেতা-নেত্রীরা। মাল্যদান করেন দোলা সেন, ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, শেখ সুফিয়ান, আবু তাহের। ব্রাত্য বসু বলেন, "এই দিনটা ইতিহাসে ঢুকে পড়া এক দিন। শহিদের ঐতিহ্য়কে বহন করে এই দিন। ১৪ বছর পর আজও এই দিনটি তাৎপর্যপূর্ণ।"