নতুন বছরে শাহরুখ খানের 'নবাবি' পার্টি, হাজির, অনন্যা আরিয়ান, সুহানারাও

Jan 01, 2020, 16:26 PM IST
1/7

নতুন বছরের শুরুতে রাজসিক পার্টির আয়োজন করলেন শাহরুখ খান। কিং খানের আলিবাগের বাংলোতেই আয়োজন করা হয় পার্টির। গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান, অনন্যা পান্ডেরা হাজির হন সেখানে

2/7

শাহরুখের পার্টিতে দেখা যায় সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরকেও 

3/7

তবে সঞ্জয়, মাহিপ-কন্যা শানায়াকে দেখা যায়নি শাহরুখের পার্টিতে 

4/7

মাহিপ কাপুরের সঙ্গে লাল রঙের পোশাক পরে ছবি শেয়ার করেন শাহরুখ-পুত্র আরিয়ান খান 

5/7

তবে যে পার্টিই করুন না কেন, শাহরুখ যেন শিগগিরই নতুন সিনেমার ঘোষণা করেন, এমনই চাইছেন এসআরকে-র ভক্তরা 

6/7

উই ওয়ান্ট এসআরকে বলে ইতিমধ্যেই ট্য়ুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে শাহরুখ ভক্তদের দাবি দাওয়া 

7/7

যদিও এ বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেনননি শাহরুখ খান