Road Accident: ফের রক্তাক্ত ফ্লাইওভার! বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট নিচে আছড়াল যুবক...

Odlabari Flyover: ওই যুবক ফ্লাইওভার থেকে প্রায় ৪০ ফুট নিচে অন্য রাস্তায় গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন সম্ভবত বাইকের গতিবেগ বেশি থাকায়  যুবক বাইক কন্ট্রোল করতে পারিনি আর যার দরুন এ দুর্ঘটনা ঘটেছে। 

Dec 30, 2024, 18:16 PM IST
1/6

ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা

অরূপ বসাক: বাইক দুর্ঘটনায় মৃত্যু হক এক যুবকের। সোমবার বিকেলে মাল ব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। 

2/6

ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা

খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার পুলিস। মৃতদেহ উদ্ধার করে মালবাজার নিয়ে গিয়েছে পুলিস। তবে মৃতের নাম জানা যায়নি। তবে যে বাইক এই যুবক চালাচ্ছিল সেটি বিহার নম্বরের।   

3/6

ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা

স্থানীয় প্রত্যক্ষদর্শী বিকাশ রায় বলেন, সোমবার বিকেল নাগাদ এই যুবক বিহার নম্বরের হলুদ রঙের একটি বাইকে করে মালবাজার দিক থেকে ওদলা বাড়ির দিকে যাচ্ছিল। ওদলা বাড়ি ফ্লাইওভারের ওপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাইও বাড়ির ওয়ালে ধাক্কা মারে এবং ওই যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় এবং বাইকটি প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। 

4/6

ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা

ওই যুবক ফ্লাইওভার থেকে প্রায় ৪০ ফুট নিচে অন্য রাস্তায় গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন সম্ভবত বাইকের গতিবেগ বেশি থাকায়  যুবক বাইক কন্ট্রোল করতে পারিনি আর যার দরুন এ দুর্ঘটনা ঘটেছে।   

5/6

ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা

মালবাজার ট্রাফিক পুলিস সূত্রে জানা গিয়েছে, বাইকের রেজিস্ট্রেশন যে নম্বর রয়েছে সেটি রবীন্দ্র রায় নামের। রেজিস্ট্রেশন হয়েছে বিহারের সরান জেলায় আর সম্ভবত এই যুবকের বাড়ি বিহারে হতে পারে বলে স্থানীয়দের দাবি।

6/6

ওদলাবাড়ি ফ্লাইওভারে দুর্ঘটনা

তবে পুলিস মৃতের পরিচয় এবং নাম জানার চেষ্টা করছে। মৃতদেহ উদ্ধারের পর আগামীকাল ময়না তদন্তের  জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে জানা গিয়েছে।