নতুন বছরে মুর্শিদাবাদকে ভেঙে তৈরি হল ২টি নতুন পুলিস জেলা

Jan 01, 2020, 16:19 PM IST
1/5

সুতপা সেন- নতুন বছরে রাজ্য পেল আরও ২টি পুলিস জেলা। মুর্শিদাবাদ জেলাকে ভেঙে ২টি পুলিস জেলা তৈরি করা হল।

2/5

মুর্শিদাবাদ ও জঙ্গিপুর এই ২টি পুলিস জেলা তৈরি করা হল। মুর্শিদাবাদ জেলার হেড কোয়ার্টার বহরমপুর ও জঙ্গিপুরের হেড কোয়ার্টার করা হল রঘুনাথগঞ্জকে।

3/5

এখন মুর্শিদাবাদ পুলিস জেলাকে আবার ৪টে সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। সদর ,মুর্শিদাবাদ, ডোমকল ও কান্দি এই ৪ ভাগে ভাগ করা হয়েছে।

4/5

মুর্শিদাবাদ পুলিস জেলার মধ্যে রাখা হয়েছে ২৩টি থানা। অন্যদিকে জঙ্গিপুর পুলিস জেলার মধ্যে ৫টি থানা রাখা হয়েছে।

5/5

নবান্ন সূত্রে খবর, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যেই জেলা ভাগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।