খাবারে স্বাদ বাড়ানোর পাশপাশি বহু গুণের অধিকারী সরষের তেল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে, ঠাণ্ডার হাত থেকে রেহাই-সরষের তেলের ভূমিকা অপরিহার্য। একইসঙ্গে চুলের পুষ্টিবিধানে এই তেলে ম্যাজিকের মতো কাজ দেয়।
2/6
S 5
সরষের তেলের মধ্যে থাকে আলফা ফ্যাটি অ্যাসিড। চুল তরতাজা রাখতে সরষের তেলের জুড়ি নেই। ফ্যাটি অ্যাসিড থাকায় এটি কন্ডিশনার হিসেবেও ভালো কাজ দেয়।
photos
TRENDING NOW
3/6
S 4
অকালে চুল পড়ে যাওয়া এখন এক সাধারণ সমস্যা। চুলের গোড়া আলগা হলে এমনটা হতে পারে। এর কারণ হতে পারে দূষণ, পুষ্টির অভাব কিংবা মানসিক চাপ। সরষের তেল এক্ষেত্রে ভালো কাজ দিতে পারে। চুলের গোড়ায় সরষের তেল মালিশ করতে তা শুধু চুলের পুষ্টিই জোগায় না, চুলকে শক্ত করে।
4/6
S 3
মাথার তালুতে সরষের তেল মালিশ করলে তা মাথায় চামড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এতে চুল পড়া অনেকটাই কমে। সরষের তেল সামান্য গরম করে তা মাথায় মাথার তালুতে মালিশ করা যেতে পারে।
5/6
S 2
অ্যান্টি ফাংগাল হিসেবে ভালো কাজ করে সরষের তেল। ফাংগাস হলে মাথায় খুসকি হতে পারে, চুল পাতলা হয়ে যেতে পারে।
6/6
S 1
দই ও সরষের তেল মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে। মাথায় এই মিশ্রণ ঘষে তা গরম জলে ডোবানো তোয়ালে দিয়ে ঢেকে রাখুন। ৩০-৪০ মিনিট রেখে তা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের সাইন বাড়বে ও চুলকে নরম করবে।