1/13
'পাঁচতারা জেল'
2/13
'পাঁচতারা জেল'
কিন্তু তৃতীয় বিশ্বের দেশে জেলের করুণ পরিকাঠামোয় আসামীর মানসিক পরিবর্তন কতটা সম্ভব, তা হলফ করে বলতে পারেন না মনোবিদরাও। আম জনতা ওই জেলে কোনওভাবে দিনাতিপাত করলেও, বিজয় মালিয়া, মেহুল চোকসির মতো ভিআইপি অভিযুক্তরা নিজেদের কোনও ভাবেই দেশের ‘খাঁচায়’ বন্দি করার ঝুঁকি নেয় না। বরং আদালতের দ্বারস্থ হয়ে তাদের বলতে শোনা যায়, “ভারতের জেলে দমবন্ধ হয়ে যাবে।”
photos
TRENDING NOW
3/13
'পাঁচতারা জেল'
4/13
'পাঁচতারা জেল'
5/13
'পাঁচতারা জেল'
নরওয়ের ব্যাসটয় জেল। এই দেশের সবচেয়ে কম নিরপত্তাসম্পন্ন জেল এটি। হর্টেন মিউনিসিপ্যালিটির ওসলো ফিয়োর্ডে একটি গোটা দ্বীপ জুড়ে এই জেল। এখানে দোকান, লাইব্রেরি, অফিস, স্কুল, গির্জা সবকিছুই রয়েছে। আসামীদের মধ্য যারা গুরুতর অপরাধী তাদের ক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষ নিয়ম থাকে। আর বাকিদের রয়েছে ‘অবাধ’ স্বাধীনতা।
6/13
'পাঁচতারা জেল'
7/13
'পাঁচতারা জেল'
8/13
'পাঁচতারা জেল'
9/13
'পাঁচতারা জেল'
10/13
'পাঁচতারা জেল'
11/13
'পাঁচতারা জেল'
12/13
'পাঁচতারা জেল'
13/13
'পাঁচতারা জেল'
photos