জেল তো নয় যেন পাঁচতারা হোটেল...

Aug 30, 2018, 16:16 PM IST
1/13

'পাঁচতারা জেল'

Jail-1

‘জেল’ শব্দটি শুনলে এক কথায় নরক যন্ত্রণার কথা মনে হয়। অন্তত এ দেশের জেলগুলির শোচনীয় পরিস্থিতি নিয়ে বারবার অভিযোগ ওঠায় এ কথা বলাই যায়। জেল শুধুই একটি শরীরকেই বন্দি করে রাখে না, বন্দির মনকেও চার দেওয়ালে আবদ্ধ করে রাখে। দীর্ঘদিন কোনও আসামী বন্দি হয়ে থাকলে, তার মানসিক অবস্থানের বদল হয়। 

2/13

'পাঁচতারা জেল'

Jail-2

কিন্তু তৃতীয় বিশ্বের দেশে জেলের করুণ পরিকাঠামোয় আসামীর মানসিক পরিবর্তন কতটা সম্ভব, তা হলফ করে বলতে পারেন না মনোবিদরাও।  আম জনতা ওই জেলে কোনওভাবে দিনাতিপাত করলেও, বিজয় মালিয়া, মেহুল চোকসির মতো ভিআইপি অভিযুক্তরা নিজেদের কোনও ভাবেই দেশের ‘খাঁচায়’ বন্দি করার ঝুঁকি নেয় না। বরং আদালতের দ্বারস্থ হয়ে তাদের বলতে শোনা যায়, “ভারতের জেলে দমবন্ধ হয়ে যাবে।”

3/13

'পাঁচতারা জেল'

Jail-3

বিজয় মালিয়ার এ হেন মন্তব্যে স্বভাবতই কৌতূহল জাগে, তা হলে বিদেশের জেল দেখতে কেমন হয়? এমন কী পরিষেবা মেলে সেখানে যে লিকার ব্যারনের বরাতে বিদেশি জেলের একটি কক্ষ জুটলেও তিনি স্বস্তি পাবেন? এক নজরে দেখে নেওয়া যাক এমন কিছু জেল।

4/13

'পাঁচতারা জেল'

Jail-4

এই যে ছবিটি দেখছেন এটি কারও ব্যক্তিগত ঘর নয়। স্পেনের অ্যারনজুয়েজ় জেল। এই জেলে পরিবার নিয়ে এক সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা আছে। চারপাশ রীতিমতো খোলামেলা, দেওয়ালে নানা কার্টুনের ছবিও দেখা যাচ্ছে। জেলের ভিতরই খেলার মাঠ, স্কুল সবই রয়েছে।

5/13

'পাঁচতারা জেল'

Jail-5

নরওয়ের ব্যাসটয় জেল। এই দেশের সবচেয়ে কম নিরপত্তাসম্পন্ন জেল এটি। হর্টেন মিউনিসিপ্যালিটির ওসলো ফিয়োর্ডে একটি গোটা দ্বীপ জুড়ে এই জেল। এখানে দোকান, লাইব্রেরি, অফিস, স্কুল, গির্জা সবকিছুই রয়েছে। আসামীদের মধ্য যারা গুরুতর অপরাধী তাদের ক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষ নিয়ম থাকে। আর বাকিদের রয়েছে ‘অবাধ’ স্বাধীনতা।

6/13

'পাঁচতারা জেল'

Jail-6

নরওয়ের হালডেন জেল। নরওয়ের এই জেলটি সবচেয়ে কড়া নিরাপত্তাসম্পন্ন জেল। এমনকি নরওয়ের দ্বিতীয় বৃহত্তম জেল এটি। বিশ্বের বিভিন্ন প্রান্তের আসামীদের এই জেলে রাখা হয়। বাইরে কড়া নিরাপত্তা থাকলেও অভ্যন্তরে ততটাই খোলামেলা পরিবেশ। ২০১০ সালে তৈরি হয় এই জেলটি। মূলত পুর্নবাসনের জন্য ব্যবহার করা হয় জেলটিকে।

7/13

'পাঁচতারা জেল'

Jail-7

জাপানের ওনোমোচি জেল। এই জেলে সাধারণত বৃদ্ধ আসামীদের রাখা হয়। দৈনন্দিন জীবনের সব ধরনের সুবিধা রয়েছে এই জেলে।

8/13

'পাঁচতারা জেল'

Jail-8

নেদারল্যান্ডস, নরগারহেভেন জেল- এই জেলে প্রত্যেক আসামীর জন্য বরাদ্দ রয়েছে নরম বিছানা, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র এবং অ্যাটাচড বাথরুম।

9/13

'পাঁচতারা জেল'

Jail-9

স্কটল্যান্ড এইচএমপি অ্যাডিওয়েল জেল – এই জেলে আসামীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলটিকে ঘিরে তৈরি হয়েছে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। এখানে পরিবারের সঙ্গে দেখা করতে পারেন আসামীরা।

10/13

'পাঁচতারা জেল'

Jail-10

রাশিয়া, ব্ল্যাক ডলফিন জেল- সর্বক্ষণ কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে জেলটি। সঙ্গে চলছে সিসিটিভি-র  নজরদারি। হাই প্রোফাইল অপরাধীদের এখানেই রাখা হয়। 

11/13

'পাঁচতারা জেল'

Jail-11

সুইত্জারল্যান্ড, চ্যাম্প-দোলোন জেল- জেনেভায় ১৯৭৭ সালে তৈরি হয় এই জেল। সাধারণত অভিযুক্তদের রাখা হয় এখানে। বর্তমানে ১১৫টি দেশের অভিযুক্ত রয়েছে সুইত্জারল্যান্ডের জেলে।

12/13

'পাঁচতারা জেল'

Jail-12

জার্মানি, ল্যান্ডসবার্গ জেল- এই জেলেই জীবনের একটা সময় কাটিয়েছে হিটলার। এখানে বসেই লিখেছে ‘মাইন ক্যাম্ফ’। আসামীদের জন্য সবধরনের সুবিধা রয়েছে। এছাড়া ৩৬টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আসামীদের।

13/13

'পাঁচতারা জেল'

Jail-13

রাষ্ট্রসঙ্ঘের জেল, নেদারল্যান্ডস- হেগে অবস্থিত রাষ্ট্রসঙ্ঘের এই জেল তৈরি হয় ১৯৩৩ সালে। আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত অভিযুক্তকে এই জেলে রাখা হয়। এটিকে বলা হয় দ্য ইউনাইটেড নেশনস ডিটেনশন ইউনিট (ইউএনডিইউ)।