Price Hike: ১৫ দিনে দাম বাড়ল ১০০ টাকা! আগুনে বাজারে কি বন্ধ হবে রান্না?

Vegetable Price hike: এভাবে চললে কী হতে চলেছে আগামীতে? মানুষ খাবে কী? নিম্নবিত্ত থেকে মধ্য়বিত্ত, সবারই কপালে ভাঁজ...

| Aug 26, 2024, 16:50 PM IST
1/5

আগুন বাজার!

Vegetable Market Inflamation

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে বাজার। বাজারে গেলেই ছ্যাঁকা লাগছে হাতে। টান পড়ছে পকেটের রেস্ততে।   

2/5

পেঁয়াজের দাম বৃদ্ধি

Onion Price Hike

অগাস্ট মাসের শুরুতেও পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা। সেটাই অগাস্টের ২৫ তারিখে এসে দাম দাঁড়িয়েছে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা। ১ কেজিতে প্রায় ২০-২৫ টাকা দাম বৃদ্ধি!    

3/5

রসুনের দাম বৃদ্ধি

Garlic Price Hike

একইরকমভাবে যে রসুনের দাম ছিল ১ কিলো ৩০০ টাকা, ২ সপ্তাহের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ টাকা। অর্থাত্‍ ১ কেজিতে দাম বৃদ্ধি ১০০ টাকা! মাত্র ১৫ দিনে!  

4/5

আদার দাম বৃদ্ধি

Ginger Price Hike

দাম বাড়ার দৌড়ে পিছিয়ে নেই আদাও। ১০ তারিখে ১ কেজি আদার দাম ছিল ২২০ টাকা। আর ১৫ দিন বাদে, ২৫ তারিখে ১ কেজি আদার দাম দাঁড়িয়েছে ৩০০ টাকা। মানে ৮০ টাকা বেড়েছে দাম।  

5/5

কেন বাড়ছে দাম

Vegetable Price Hike

হোলসেল মার্কেটে দাম বাড়াতেই পাইকারি বাজারে এই দাম বৃদ্ধি বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। এখন পেঁয়াজ-আদা-রসুনের মতো রান্নাঘরের অতি প্রয়োজনীয় সবজির দাম এভাবে বেড়ে যায় মাথায় হাত মধ্যবিত্তের।