Vande Bharat: হয়ে গেল বৈষ্ণোদেবী কাটরা-শ্রীনগর বন্দে ভারতের ট্রায়াল রান, জেনে নিন ভাড়া-ছাড়ার সময়

Jan 25, 2025, 17:12 PM IST
1/5

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

বড় উপহার পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে ট্রেন চলাচল শুরু হয়েছে।  এবার বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস।

2/5

বন্দে ভারত

বন্দে ভারত

শনিবার শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রায়াল রান হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেসের।

3/5

চেনাব ব্রিজ

চেনাব ব্রিজ

ওই ট্রেনটি যাবে ভারতের প্রথম কেবল নির্ভর রেল ব্রিজ অন্জি খাদ ব্রিজ ও দুনিয়ার সর্বোচ্চ চেনাব ব্রিজের উপর দিয়ে। প্রবল ঠান্ডার সঙ্গে লড়তে পারবে ওই ব্রিজ।

4/5

উত্তর রেল

উত্তর রেল

এটিই হবে জম্মু ও কাশ্মীরের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। এটির দেখভাল করবে উত্তর রেল।

5/5

ছাড়ার সময়

ছাড়ার সময়

এই ট্রেনের ভাড়া কত হবে তা এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে এসি চেয়ার কারে ভাড়া হতে পারে ১৫০০-১৬০০ টাকা। এসি একজিকিউটিভ চেয়ার কারে ভাড়া হতে পারে ২১০০- ২৫০০ টাকা। বৈষ্ণোদেবী কাটরা থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৮.১০ মিনিটে। শ্রীনগর পৌঁছবে ১১.২০ মিনিটে। অন্যদিকে, শ্রীনগর ট্রেনটি ছাড়বে ১২.৪৫ মিনিটে, কাটরায় পৌঁছবে বিকেল ৩.৫৫ মিনিটে।