#উৎসব : পুরনো কলকাতা থেকে শিশুমনের আবদার, সুরুচির পুজোর উদ্বোধন করলেন Mamata

Oct 10, 2021, 18:03 PM IST
1/8

অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আজ পঞ্চমীর সন্ধ্য়ায় প্রদীপ প্রজ্জ্বলন করে সুরুচির পুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

2/8

আলিপুর বডিগার্ড লাইন, নবনীড় বৃদ্ধাশ্রমের সঙ্গে এদিন সুরুচি সঙ্ঘের দুর্গাপুজোরও শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

3/8

সুরুচি সঙ্ঘের এবারের থিম 'আবদার।' লকডাউনে ঘরবন্দি শিশুমনের যন্ত্রণার কথা-ই তুলে ধরা হয়েছে এবারের থিমে।  

4/8

ছোটদের জামা দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। মন্ডপ সজ্জায় রয়েছে পুরনো কলকাতার বিভিন্ন দোকানের সাইনবোর্ড।

5/8

দেখা যাচ্ছে, এক শিশু তার মাকে জামা কেনার কথা বলছে। তার জন্য নতুন জামা কবে কেনা হবে, তা জানতে চাইছে।

6/8

এর পাশাপাশি, মন্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে পুরনো দিনের কালজয়ী সিনেমার পোস্টারও।

7/8

আসলে পুজো মানেই তো নতুন জামা, ঘোরা, খাওয়াদাওয়া, সিনেমা দেখা। কিন্তু গতবছর থেকেই কোভিডের করাল গ্রাস থাবা বসিয়েছে পুজোর আনন্দে।

8/8

আর তাতে সবচেয়ে বেশি যন্ত্রণার শিকার হচ্ছে খুদেরা। তাই তাদের যন্ত্রণা, তাদের আবদারই জায়গা করে নিয়েছে এবার সুরুচিতে।