চ্যালেঞ্জ খাড়া করে দিয়েছে চিন, আগামী সপ্তাহেই ভারতে মার্কিন বিদেশ সচিব পম্পেয়

Oct 21, 2020, 13:01 PM IST
1/5

দক্ষিণ চিন সাগরে পিএলএ-র উত্পাত রুখতে ভারতকে পাশে পেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহেই ভারতে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার ও বিদেশ সচিব মাইক পম্পেয়। 

2/5

এস্পার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সঙ্গে সংঘাত মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপযুক্ত সঙ্গী হতে পারে ভারত। চিন ও রাশিয়া যেভাবে প্রভাব বিস্তার করছে তা নিয়েই ভারতের সঙ্গে আলোচনা হবে।  

3/5

লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের সময়ে দুই মার্কিন শীর্ষ আধিকারিকের ভারত সফরকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, দুদেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান নিয়েও কথা হতে পারে।

4/5

চিনের আগ্রাসনের চেষ্টা নিয়ে এস্পার বলেন, দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্র ভারত। এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তার পরেও হিমালয় অঞ্চলে রোজই চিনের আগ্রাসনের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে।  

5/5

এস্পার আরও বলেন, ভারতের সঙ্গে আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড়বাড়ন্ত বন্ধের লক্ষ্যে অনেক কথাই হতে পারে।