1/7
মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনলক ৪.০। দেশের বহু জায়গায় বাজার, অফিস খুলেছে। কিন্তু দেশের ১০ রাজ্যের কনটেনমেন্ট জোনগুলো নিয়ে ভাবনা কেন্দ্রের। এরকম এক অবস্থায় দিল্লির মতো রাজ্যের দাবি ছিল মেট্রো রেল খুলে দেওয়া হোক ধাপে ধাপে। এছাড়া মার্চ থেকে ঘরবন্দি মানুষের প্রশ্ন ছিল কবে শুরু হবে রেল চালাচল, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এনিয়ে আনলক ৪.০ এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র।
2/7
photos
TRENDING NOW
3/7
স্কুল-কলেজ করোনার এই সংক্রমণের সময়ে কী ভাবে JEE-NEET হবে তা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু কেন্দ্র অনড়, পরীক্ষা হবেই। তবে আনকল ৪.০-এ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা হবে না স্কুল, কলেজ, কোচিং সেন্টার। অনলাইনে যেমন ক্লাস চলছে তেমনই চলবে। তবে কনটেনমেন্ট জোনের বাইরে যারা থাকে তারা বিশেষ প্রয়োজনে স্কুলে শিক্ষকদের কাছে যেতে পারে। অন্যদিকে, যাঁরা পিএইচডি করছেন বা কোনও ল্যাব বেস টেকনিক্যাল পাঠক্রমে পাঠরত তারা ক্লাসে যেতে পারবেন।
4/7
5/7
6/7
7/7
photos