EXPLAINED | ICC Ranking: পারথের পরশে ভারতেরই দুই সুপারস্টার এখন বিশ্বের ১-২! বুধে বিরাট সুখবর শোনাল আইসিসি...
ICC Ranking Says World No.1 bowler And No.2 batter Now from India: বিশ্বের এক ও দুই নম্বর তারকা এখন ভারতীয়। দারুণ খবর শুনিয়ে দিল আইসিসি।
1/5
ভারত-অস্ট্রেলিয়া
পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ফলে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। ৭২ রানে ৮ উইকেট নিয়ে বুমরাই হয়েছেন ম্য়াচের সেরা। এবার তাঁকে পুরস্কৃত করল আইসিসি।
2/5
বুমরা ফিরে পেলেন হারানো সিংহাসন
বুমরা ফের একবার বিশ্বের ১ নম্বর। আইসিসি-র সদ্য় প্রকাশিত ব়্যাঙ্কিং সেকথাই বলছে। ৮৮৩ রেটিং পয়েন্টে পেয়ে বুমরা দুই ধাপ এগিয়ে এলেন ক্রমতালিকায়। জাতীয় দলের মহাতারকা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা (৮৭২) ও অস্ট্রেলিয়ার জোশ হ্য়াজেলউডকে (৮৬০) পিছনে ফেলে চড়ে বসলেন মগডালে। বুমরা যদিও চলতি বছর ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে একেই ছিলেন। ভারতের আরেক জোরে বোলার মহম্মদ সিরাজও ব়্যাঙ্কিংয়ে ছাপ রেখেছেন পারথে পাঁচ উইকেট নিয়ে। সিরাজ তিন ধাপ উঠে এসেছেন। এখন তিনি টেস্ট বোলারদের তালিকায় ২৫ নম্বরে।
photos
TRENDING NOW
3/5
যশস্বী জয়সওয়াল এখন দুয়ে
পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে, যশস্বী জয়সওয়াল ফের বুঝিয়ে দিয়েছেন, যেমন তাঁর নাম, তেমনই কাজ। বাইশ গজে কলার উঁচু করে দেখিয়ে দিলেন, আগামীর ক্রিকেটের শিরোনামে থাকবেন শুধু তিনিই। জীবনে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে, যশস্বী ভেঙে তছনছ করে দিয়েছেন একের পর এক রেকর্ড। প্রথম ইনিংসে ৮ বল খেলে কোনও রান না করেই ফিরতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় ইনিংসে ক্রিকেট বিধাতা তাঁকে ভরিয়ে দিয়েছেন। যশস্বী ২৯৭ বলে ১৬১ রানের ইনিংস খেলেছেন ১৫ চার ও ৩ ছয়ের সুবাদে। যশস্বী এই ইনিংস খেলেই হয়ে গেলেন বিশ্বের ২ নম্বর টেস্ট ব্য়াটার। একে রয়েছেন ইংরেজ স্টার জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯০৩। যশস্বীর ঝুলিতে ৮২৫ পয়েন্ট।
4/5
বিরাট এখন ১৩ নম্বরে
৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলির টেস্ট শতরান পেয়েছেন পারথে। রাজা রাজত্বে ফিরেছেন অস্ট্রেলিয়ায়। পারথে প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরতে হয়েছিল বিরাটকে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ঝকঝকে ১০০ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে তাঁর ৭ নম্বর সেঞ্চুরি করা হয়ে গেল। ৩০ নম্বর টেস্ট শতরানেই বিরাট আইসিসি ব়্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে গেলেন। তিনি এখন ১৩ নম্বরে।
5/5
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট
photos