১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে পারবে না ধোনির চেন্নাই! ঘোর বিপদ আইপিএলে

Aug 30, 2020, 14:08 PM IST
1/5

১৩ জন করোনা পজিটিভ। তার মধ্যে দুজন আবার ক্রিকেটার। এরই মধ্যে দলের এক নম্বর অলরাউন্ডার সুরেশ রায়না ব্যক্তিগত কারে দেশে ফিরেছেন। তিনি এবার আর আইপিএল খেলবেন না। টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক বিপদ ধোনির চেন্নাই শিবিরে।

2/5

১৯ সেপ্টেম্বর চেন্নাই-মুম্বই ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হওয়ার কথা। কিন্তু এখন জানা যাচ্ছে, বিসিসিআই সূচিতে পরিবর্তন করতে পারে। ফলে প্রথম ম্যাচে খেলবে না চেন্নাই।

3/5

২৮ অগাস্ট থেকে আরবে আইপিএলের প্রস্ততি শুরু করার কথা ছিল চেন্নাইয়ের। তবে দলের ১৩ জন করোনা পজিটিভ হওয়ায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোয়ারেন্টাইন করা হয়েছে। 

4/5

চেন্নাই  শিবিরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ছদিন কোয়ারেন্টাইনে রাখার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে তাঁদের ১৪ দিন কোয়ারন্টাইন করা হবে। প্রতিটি ক্রিকেটার ও স্টাফের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পরই তাঁদের বায়ো সিকিওর বাবল-এ রাখা যাবে।

5/5

চেন্নাই শিবিরের এখন জেরবার অবস্থা। তাই বিসিসিআই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাদের কিছুটা সময় দিতে চাইছে। প্রথম ম্যাচ খেলতে না হলে চেন্নাই কিছুটা সময় বেশি পাবে।