এটিএম সুরক্ষায় একাধিক পদক্ষেপ UBI-এর

Aug 04, 2018, 17:09 PM IST
1/9

UBI9

UBI9

হাত দিয়ে আড়াল করে এটিএম-এ পিন টিপুন। কার্ডের উপর পিন লিখে রাখবেন না।

2/9

UBI8

UBI8

যাঁরা ওইসব এটিএম থেকে টাকা তুলেছেন, তাঁরা অবিলম্বে পিন বদলে ফেলুন। টাকা তোলার পর এটিএম-এর ওয়েলকাম স্ক্রিন ফিরে আসার পরই কাউন্টার ছাড়ুন।

3/9

UBI7

UBI7

সব এটিএম মেশিনে অ্যান্টি-স্কিমিং ডিভাইস বসাবে ব্যাঙ্ক। তবে তার জন্য কিছু সময় প্রয়োজন। ২০১৯ মার্চের মধ্যে অ্যান্টি-স্কিমিং ডিভাইস বসানো সম্পূর্ণ যাবে।

4/9

UBI6

UBI6

অ্যান্টি স্কিমিং মেশিন বসানোর পর কেউ যদি স্কিমার লাগানোর চেষ্টা করে তবে এটিএম অকেজো হয়ে যাবে। মেশিন আউট অফ সার্ভিস বলবে। গ্রাহকরা তখন আর ওই এটিএম ব্যবহার করতে পারবে না।

5/9

UBI5

UBI5

নতুন এটিএম মেশিনগুলিতে ইনবিল্ট অ্যান্টি-স্কিমিং ডিভাইস থাকবে।

6/9

UBI4

UBI4

এটিএম মেশিনের পিন প্যাড স্পর্শ করে দেখুন, অতিরিক্ত নরম লাগছে কিনা। তাহলে আর ওই এটিএম ব্যবহার করবেন না। ব্যাঙ্ককে জানান।

7/9

UBI3

UBI3

অদূর ভবিষ্যতে নিয়ার ফিল কমিউনিকেশন কার্ড (NFC) নিয়ে আসবে ব্যাঙ্ক। তখন আর মেশিনে কার্ড সোয়াইপ করাতে হবে না। চিপ বেসড ওই কার্ড শুধু টাচ করালেই হবে।

8/9

UBI2

UBI2

এটিএম কাউন্টারগুলিতে অনলাইনে নজরদারি (ই-সার্ভেলিয়ান্স) চালু করবে ব্যাঙ্ক।

9/9

UBI1

UBI1

সাংবাদিক বৈঠক করে একথা বলেন UBI-এর জেনারেল ম্যানেজার গৌরীপ্রসাদ শর্মা।