টিভির পর্দার 'মিষ্টি মেয়ে' থেকে নিজেকে পাল্টে ফেললেন! 'বোল্ড' লুকে হাজির মধুমিতা

Sep 24, 2020, 15:43 PM IST
1/8

টিভির পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'বোঝেনা সে বোঝেনা'য় 'পাখি'র ভূমিকাতে দর্শক প্রথম চিনেছিল মধুমিতা সরকারকে। 

2/8

তারপরেও অবশ্য টেলিভিশনের বেশকিছু ধারাবাহিকে দেখা গিয়েছে মধুমিতাকে।  

3/8

 ইতিমধ্যেই বড় পর্দায় ডেবিউ করে ফেলেছেন মধুমিতা সরকার। ২০২০তে প্রতীম ডি. গুপ্তার 'লাভ আজকাল পরশু' দিয়ে মধুমিতার ফিল্ম কেরিয়ার শুরু হয়ে গিয়েছে। যেখানে বোল্ড লুকে দেখা গিয়েছে মধুমিতাকে।

4/8

বড়পর্দায় পা রাখার সঙ্গেই নিজের লুকেও আমুল বদল আনলেন মধুমিতা। মেকওভারের পর বোল্ড লুকে দেখা গেল অভিনেত্রীকে। 

5/8

বোল্ড লুকে নিজের ফটোশ্যুটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন মধুমিতা সরকার। 

6/8

ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, 'আর একটু অপেক্ষা'।  সেখান থেকে অবশ্য প্রশ্ন জাগছে, তবে কি নতুন কিছু আসছে? তবে সেটা জানতে গেলে অপেক্ষা করতে হবে।

7/8

মেকওভারের পর তাঁর টিমের সঙ্গে অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'মহালয়া'তে সীতার বেশের বেশ নজর কেড়েছেন অভিনেত্রী।

8/8

অভিনেত্রী মধুমিতা সরকারকে এই নতুন লুকে পেয়ে পছন্দও করছেন তাঁর অনুরাগীরা। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট জুড়ে এখন কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।