TV Serial: ৫০০ পর্ব পার করল ‘গৌরী এলো’, সেটেই হল উদযাপন...

Gouri Elo: দেখতে দেখতে ৫০০ এপিসোড পার করে ফেলল গৌরী এলো। সেটে সকলে মিলে উদযাপন করলেন সেটেই। কেক কেটে হল সেলিব্রেশন। হাজির ছিল প্রায় গোটা টিম।

Jul 21, 2023, 21:21 PM IST
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫০০ এপিসোড পূর্ণ করল জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো।  

2/7

সেটে কেক কেটে চলল সেলিব্রেশন। উপস্থিত ছিলেন গৌরী, ঈশান, শৈল মা, তারা সহ গোটা টিম।  

3/7

কেক কাটার পাশাপাশি ছিল খাওয়া-দাওয়ার আয়োজন আর সঙ্গে দেদার আড্ডা।  

4/7

কেক কেটে নিজের হাতে ঈশানকে খাইয়ে দিল গৌরী। অন্যদিকে কেক নিয়ে খুনসুটিতে মাতলেন ঈশান।  

5/7

গৌরী অর্থাৎ মোহনা এদিন বলেন, আমরা সবাই খুবই খুশি। সবাই মিলে সেলিব্রেট করলাম। আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছেন, আরও দিন। আমরা চাই আরও অনেক এপিসোড হোক।  

6/7

শৈল মা অর্থাৎ চান্দ্রেয়ী বললেন, ‘রোজ বাড়ি গিয়ে ভাবি আর কত খারাপ হব, আর কত বদমাইশ করবে। তবে এই ধারাবাহিকে আমার চরিত্রে অনেক শেড আছে। এছাড়া সেটেও সবার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক। মনের মতো ইউনিট পাওয়া ভাগ্যের ব্যাপার।’  

7/7

ঈশান বলেন, ‘দিনটা খুব ভালো কাটল। এর ক্রেডিট পুরো দর্শকের কারণ তাঁদের জন্য আমরা এতটা পথ এগিয়েছি।’