Ram Mandir: রাম মন্দিরের কাজ প্রায় শেষের পথে! চলে এল মন ভালো করা সব ছবি

একেবারে পরিকল্পনা মাফিকই হচ্ছে রাম মন্দির তৈরির কাজ। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে যে সব ছবি, সামনে এসেছে, তা দেখে বোঝাই যাচ্ছে যে, কাজ প্রায় শেষের দিকে।

| Jul 21, 2023, 20:53 PM IST

Ram Mandir Construction Nears Completion In Ayodhya: একেবারে পরিকল্পনা মাফিকই হচ্ছে রাম মন্দির তৈরির কাজ। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে যে সব ছবি, সামনে এসেছে, তা দেখে বোঝাই যাচ্ছে যে, কাজ প্রায় শেষের দিকে।

1/7

রাম মন্দিরের কাজ প্রায় শেষের পথে

Ram Mandir Construction Nears Completion In Ayodhya

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মকর সংক্রান্তির সময়ে, মন্দিরের গর্ভগৃহে রাম লালার মূর্তি স্থাপনের পরই, ২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দিরের এক তলা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে, নির্মাণকার্যের একাধিক ছবি পোস্ট করা হয়েছে ট্যুইটারে। যা দেখে বোঝা যাচ্ছে যে কাজ প্রায় শেষের দিকে।    

2/7

রাম মন্দির

 Ram Mandir

নির্মাণকার্যের যে ছবি সামনে এসেছে, তা দেখে বোঝাই যাচ্ছে যে রকেট গতিতে কাজ হচ্ছে অযোধ্যায়।

3/7

রাম মন্দির

 Ram Mandir

মন্দির নির্মাণ হচ্ছে একেবারে পরিকল্পনা মাফিকই। প্রথম তলার কাজ চলছে এখন জোর কদমে।

4/7

রাম মন্দির

Ram Mandir

দেশের বিভিন্ন প্রান্তের ভাস্কর ও কারিগররা মিলে গড়ে তুলছেন স্বপ্নের নির্মাণ। রাজস্থান থেকে আনা গ্রানাইট পাথর ব্যবহার করা হচ্ছে ২.৭ একর জায়গা জুড়ে মন্দির নির্মাণের জন্য।

5/7

রাম মন্দির

Ram Mandir

রাম মন্দির ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুত্ববাদী নীতির প্রতীক হয়ে উঠবে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করবে।  

6/7

রাম মন্দির

Ram Mandir

এই সুন্দর মূর্তিগুলো নির্ধারিত স্থানে স্থাপন করা হবে যথা স্থানে। তারই কিছু দৃষ্টান্ত চলে এল সামনে

7/7

রাম মন্দির

 Ram Mandir

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই আত্মপ্রকাশ হবে রাম মন্দিরের। আধ্যাত্মিক গুরু থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদেরই আমন্ত্রণ জানানো হবে।