Deadly Road Accident: হাড়হিম! তিনটি গাড়ির সংঘর্ষে মহা বিপর্যয় জাতীয় সড়কে! মুহূর্তেই ৪০ মৃত্যু, আহত বহু...

Deadly Road Accident in Brazil: শোক প্রকাশ করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই দুর্ঘটনাটিকে ভয়াবহ 'ট্র্যাজেডি' বলে উল্লেখ করেন। জানা গিয়েছে, ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা এখানে কখনও ঘটেনি!

| Dec 22, 2024, 12:59 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ফুটবলের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে জাতীয় সড়কে ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

1/6

'ট্র্যাজেডি'

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দুর্ঘটনাটিকে ভয়াবহ 'ট্র্যাজেডি' বলে উল্লেখ করেছেন। 

2/6

২০০৭ সালের পরে

পুলিস জানিয়েছে, ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা এখানকার সড়কগুলিতে কখনও ঘটেনি!

3/6

অনিয়ন্ত্রিত

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, প্রথমে দুর্ঘটনাকবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। চালক তাই নিয়ন্ত্রণ হারান।

4/6

ধাক্কা, আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এ সময় পিছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী গাড়ি ওই বাসে সজোরে ধাক্কা দেয়। আর তখনই মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।

5/6

গ্রানাইট ব্লক বাসের উপরে

ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বাধলে ওই গ্রানাইট ব্লকটি বাসটির উপরে গিয়ে পড়ে। এতে বাসের ভেতর আটকে পড়েন যাত্রীরা, ওদিকে আর একটি গাড়ি এসে বাসটিতে ধাক্কা মারলে যখন আগুন ধরে যায়, তখন অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। ঘটে প্রাণহানির ঘটনা। তবে পিছনের গাড়ির কেউ মারা যাননি।

6/6

৩৮ মৃত্যু, আহত ৮

আপাতত পুলিস ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। কারও কারও অবস্থা আশঙ্কাজনক। ওদিকে সড়ক থেকে ধ্বংসাবশেষ সরাতে ক্রেন আনা হয়েছে।