বিশ্বের সবেচেয়ে বড় বিমানবন্দর চালু হল ইস্তানবুলে

Oct 30, 2018, 19:39 PM IST
1/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_1

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর চালু করল তুরস্ক। 

2/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_2

১১৭০ কোটি ডলার খরচ করে বানানো হয়েছে এই বিমানবন্দরটি।

3/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_3

আগামী বছর ফেব্রুয়ারিতেই চালু হবে এই বিমানবন্দরটি।

4/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_4

বিমানবন্দরটির নাম রাখা হয়েছে ইস্তানবুল বিমানবন্দর। 

5/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_5

তুরস্কের আতার্তুক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ইস্তানবুল বিমানবন্দরটিই হবে দেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।

6/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_6

বিমানবন্দরের অভ্যন্তরে ইসলামিক শিল্পকলার বৈচিত্র খুঁজে পাবেন। 

7/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_7

যাত্রী সুবিধার্থে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার রয়েছে বিমানবন্দরের সর্বত্র জায়গায়।

8/8

সবচেয়ে বড় বিমানবন্দর

Airport_8

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বছরে ৯ কোটি যাত্রীর পরিবেষা দেবে কৃষ্ণসাগরের তীরে তৈরি এই বিমানবন্দর।