গাছ তো নয় Oxygen-ভাণ্ডার, ঘরে রাখলে সুস্থ থাকবেন
দেশজুড়ে কৃত্রিম অক্সিজেনের সঙ্কট (Oxygen Shortage)। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। অ্যাস্থমা, সাইনাস, ব্রঙ্কাইটিস থেকে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তবে এই পরিস্থিতিতে টাটকা প্রাকৃতিক অক্সিজেনের উপর ভরসা তো রাখতেই পারেন। সতেজ বাতাসে শ্বাস নিতে ঘরে রাখুন এই সমস্ত গাছ।
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে কৃত্রিম অক্সিজেনের সঙ্কট (Oxygen Shortage)। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। অ্যাস্থমা, সাইনাস, ব্রঙ্কাইটিস থেকে শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তবে এই পরিস্থিতিতে টাটকা প্রাকৃতিক অক্সিজেনের উপর ভরসা তো রাখতেই পারেন। সতেজ বাতাসে শ্বাস নিতে ঘরে রাখুন এই সমস্ত গাছ।
1/7
তুলসী (Tulsi)
2/7
বাঁশ গাছ (Bamboo Plant)
photos
TRENDING NOW
3/7
আইভি (Ivy)
4/7
ফিকাস (Figs)
5/7
স্পাইডার প্ল্যান্ট (Spider Plant)
6/7
স্নেক প্ল্যান্ট (Snake Plant)
ইন্ডোর প্ল্যান্টগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় স্নেক প্ল্যান্ট। NASA দ্বারা স্বীকৃত এই গাছ টক্সিন শোষণ বা অক্সিজেন সরবরাহ তো করেই সেই সঙ্গে রাতেও এরা অক্সিজেন ঘরের মধ্যে ছাড়তে থাকে। খুব আলো বা জলের প্রয়োজন হয়না এবং সহজে মরেও না এই গাছ। তাই বেডরুমে রাখার জন্য সব থেকে আদর্শ গাছ এটা। বিশেষত ট্রাইক্লোরোথাইলিন এবং ফর্মালডিহাইড জাতীয় টক্সিন শুষে বাতাস পরিষ্কার করে স্নেক প্ল্যান্ট।
7/7
অ্যালোভেরা (Aloevera)
photos