1/10
আগামী কাল রাজ্যে বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। এই দফার সব চেয়ে মেগাযুদ্ধ মমতা বনাম শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই। সেই কংগ্রেস আমল থেকে তিনি একজন ইলাস্ট্রিয়াস নেত্রী। রাজীব গান্ধীর সঙ্গে কাজ করেছেন আবার অটলবিহারী বাজপেয়ীর সঙ্গেও কাজ করেছেন। প্রথমদিকে জ্যোতি বসু এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্যের বিপরীতে নিজেকে অন্যতম জননেত্রী হিসাবে তুলে ধরতে পেরেছিলেন তিনি। এ রাজ্যে ৩৪ বছরের বামশাসনের অবসান ঘটিয়েছেন তিনি প্রায় একার হাতেই। দু'বারের মুখ্যমন্ত্রী মমতা কি এবার জিতে হ্যাটট্রিক করতে পারবেন? সময়ই বলবে।
2/10
photos
TRENDING NOW
3/10
মীনাক্ষী মুখোপাধ্যায় এবারে অত্যন্ত আলোচিত প্রার্থীদের একজন। সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে তিনি দাঁড়িয়েছেন মমতা ও শুভেন্দুর বিপরীতে। অনেকেই ভাবছেন এরকম একটা আসনে তিনি কোন সাহসে প্রতিদ্বন্দ্বিতায় নামলেন! না, কোনও চমক নয়। বছর সাঁইতিরিশের মীনাক্ষী বহুদিন ধরে একাগ্র ভাবে বামরাজনীতি করে আজ এরকম একটা জায়গায় পৌঁছেছেন। ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী হিসাবে তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
একেবারে ভিন্ন ক্রিজে অশোক দিন্দা। ক্রিকেটর মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন। যোগ দিয়েই প্রার্থী। দাঁড়িয়েছেন ময়নায়। চুটিয়ে আইপিএল খেলেছেন অশোক। ২০১০-এর জুনে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ডেবিউ করা অশোক অবশ্য এ বছরের ফেব্রুয়ারিতেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
10/10
তৃণমূলের স্টার যুবনেতা অভিনেতা হিরণ এখন বিজেপিতে। দিলীপ ঘোষের জায়গা খড়্গপুর সদরে তিনি প্রার্থী হয়েছেন। ২০১৬ সালে দিলীপ ঘোষ এই সিটটি জিতেছিলেন। তিনি ২০১৯ সালে সাংসদ হন। তখন ওই সিটে উপ-নির্বাচন হলে বিজেপি তৃণমূলের কাছে হেরে যায়। এখন দেখার হিরণ এবং দিলীপ জুটি এবার বিজেপিকে এখানে ভোট-বৈতরণী পার করে দিতে পারে কিনা।
photos