Clothing out overnight: খোলা আকাশের নীচে জামাকাপড় রাখলেই সর্বনাশ... জানেন কী হয়?

 Clothing out overnight: রাতে যদি কাপড় ধুয়েও থাকেন তবে সেই কাপড়গুলি খোলা আকাশের নীচে, বাড়ির বাইরে বা বারান্দাতেও না শুকানোই উচিত বলে মনে করা হয়। এর পেছনে বাস্তুশাস্ত্র এবং বিজ্ঞানসম্মত দুই ধরনেরই কারণ রয়েছে। 

Jan 24, 2025, 15:01 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা ঠাকুমাদের থেকে আমরা বেশিরভাগ সকলেই শুনে আসছি রাতে ভেজা জামাকাপড় খোলা আকাশের নীচে শুকনো করতে দেওয়া ঠিক নয়। তবে এটা শুধু বাস্তুশাস্ত্র মতেই নয় বিজ্ঞানও এই যুক্তিতে সহমত।

2/6

বাস্তুশাস্ত্র অনুসারে, রাতে কাপড় শুকনো করতে দিলে মনে করা হয় এটি সুখ ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে। তাই জামাকাপড় সর্বদা সূর্যের আলোতেই শুকানো ভালো। এটির কারণ হল সূর্যের আলো জামাকাপড় থেকে নেতিবাচক শক্তি নষ্ট করে। কারণ সূর্যে থাকে ইতিবাচক শক্তি।

3/6

রাতে নেতিবাচক শক্তির পরিমাণ বেশি। তাই রাতে কাপড় ধুয়ে বাইরে শুকিয়ে নিলে নেতিবাচক শক্তি আমাদের জামাকাপড়ে প্রবেশ করে। নেতিবাচক শক্তি আমাদের জন্য শুভ নয়।

4/6

জামাকাপড় কার্যকরভাবে শুকানোর জন্য সূর্যালোক এবং শুষ্ক আবহাওয়া প্রয়োজন। বিকেলে কাপড় শুকানোর জন্য এই দুটি জিনিসই সহজলভ্য। যেখানে রাতে আর্দ্রতার কারণে কাপড় দেরিতে শুকায় বা সামান্য ভিজে থাকে।

5/6

সূর্যের রশ্মি ক্ষতিকারক ব্যাকটেরিয়া,ভাইরাস মেরে ফেলে। মেশিনে শুকানো কাপড়ের তুলনায় সূর্যের আলোতে  কাপড় শুকানো করা উচিত্‍।

6/6

বিজ্ঞানের মতে রাতে শিশিরের কারণে কাপড় শুকানোর পরিবর্তে আর্দ্রতা ভাব বেশি থাকে। কাপড়ে থাকা এই আর্দ্রতার কারণে অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। এরফলে ত্বকের নানারকম সমস্যাও দেখা দিতে পারে। পাশাপাশি রাতের বেলায় পোকামাকড়ের উপদ্রবও বেশি দেখা যায়।