কিছুক্ষণের মধ্যেই রাজ্যের ৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী

May 22, 2019, 19:00 PM IST
1/4

টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির খবর। কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শুরু হতে চলেছে ঝড়বৃষ্টি।

2/4

পূর্বাভাস মিলিয়ে অবশেষে হানা দিল কালবৈশাখী। বুধবার সন্ধ্যায় ছোটনাগপুরের মালভূমির ওপর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যা ক্রমশ পূর্ব দিকে এগোচ্ছে। এর ফলে মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমে কিছুক্ষণের মধ্যে প্রবল ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে।

3/4

ইতিমধ্যে এক দফা ঝড়বৃষ্টি হয়ে গিয়েছে পুরুলিয়ায়। শুরু হয়েছে আরেক দফা কালবৈশাখী। কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী হানা দিতে চলেছে বাঁকুড়াতেও।

4/4

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ পুড়ছে প্রচণ্ড দাবদাহে। তরাই - ডুয়ার্স ছাড়া উত্তরবঙ্গেও তেমন বৃষ্টির দেখা নেই। বুধবারের সন্ধ্যার এই ঝড়বৃষ্টি দুই বঙ্গেরই বিস্তীর্ণ এলাকায় কিছুটা হলেও স্বস্তি আনবে।