Murshidabad: তখন টিফিন-টাইম, হঠাৎই বজ্রপাত স্কুলের ভিতরের গাছে! অসুস্থ হয়ে পড়ল পড়ুয়ারা...

Murshidabad Thunder Case: এখন বর্ষা এলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। সেই আতঙ্ককেই সত্য প্রমাণিত করল মুর্শিদাবাদের একটি ঘটনা। কী ঘটনা?

| Jul 11, 2024, 18:40 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবহাওয়াবিদেরা বহুদিন ধরেই বলছেন, ইদানীং বজ্রপাতের ফ্রিকোয়েন্সি আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। তাই এখন বর্ষা এলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। সেই আতঙ্ককেই সত্য প্রমাণিত করল মুর্শিদাবাদের একটি ঘটনা। কী ঘটনা? 

1/6

ঘনাল মেঘ

আজ, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মেঘ ঘনিয়ে আসে মুর্শিদাবাদের ডোমকল অঞ্চলে। তখনই বৃষ্টিও শুরু হয়। আর হঠাৎ করেই বজ্রপাত!

2/6

গাছে বাজ

বাজ পড়ে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের গাছে। 

3/6

টিফিন-টাইমে

স্কুলে তখন টিফিন-টাইম। সেই সময়েই এই হঠাৎ-বজ্রপাত ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে!

4/6

অসুস্থ ২৭

আচমকা সেই বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে ২৭ জন ছাত্রছাত্রী। একজন ছাত্র এবং বাকি ২৬ জনই ছাত্রী বলে খবর। 

5/6

হাসপাতালে

আহত পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে আপাতত তারা চিকিৎসাধীন।

6/6

চাঞ্চল্য, উত্তেজনা

হাসপাতালে ছুটে আসেন এসডিও, এসডিপিও, আইসি, বিডিও। আসেন হাসপাতাল সুপারও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল হাসপাতাল চত্বরে। উত্তেজনা ছড়ায় ভগীরথপুর গ্রামেও।