নো বল নিয়ে বড়সড় সিদ্ধান্ত আইসিসির, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই নিয়ম চালু

Dec 05, 2019, 19:21 PM IST
1/5

নো বল নিয়ে নতুন নিয়ম

নো বল নিয়ে নতুন নিয়ম

নো-বল নিয়ে বড়সড় সিদ্ধান্তে নিচ্ছে আইসিসি। কাল থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু। আর এই সিরিজ থেকেই আইসিসির নো-বল নিয়ে নতুন নিয়ম চালু হয়ে যাবে। 

2/5

নো বল নিয়ে নতুন নিয়ম

নো বল নিয়ে নতুন নিয়ম

ফ্রন্ট ফুট নো বল-এর সিদ্ধান্ত এবার আর ফিল্ড আম্পায়াররা নেবেন না। থার্ড আম্পায়ার এই নো বল কল করবেন। টি-২০ সিরিজের পর একদিনের সিরিজেও এই নিয়ম চালু থাকবে। 

3/5

নো বল নিয়ে নতুন নিয়ম

নো বল নিয়ে নতুন নিয়ম

ক্লোজ কল-এর ক্ষেত্রে বোলারকে অ্যাডভান্টেজ দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি। আপাতত এই নিয়ম ট্রায়াল রান হিসাবে চালু হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই নিয়মেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হবে। 

4/5

নো বল নিয়ে নতুন নিয়ম

নো বল নিয়ে নতুন নিয়ম

অনেক সময় ফিল্ড আম্পায়ার ফ্রন্ট ফুট নো-বল দেখতে পান না। এর আগে অনেকবার আম্পায়ারের ভুলে ম্যাচে প্রভাব পড়েছে। তাই আইসিসি নড়েচড়ে বসেছে। 

5/5

নো বল নিয়ে নতুন নিয়ম

নো বল নিয়ে নতুন নিয়ম

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচেই নো-বলের ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু থাকবে। কাল প্রথম টি-২০। এর পর ৮ ও ১১ ডিসেম্বর পরের দুটি ম্যাচ।