East Medinipur: গয়নাগাটি নে কিন্তু মাকে ফেরত দিয়ে দে! দেবী দুর্গা চুরিতে তোলপাড়...

Kanthi: গয়নাগাটি নিয়ে যাক কিন্তু মাকে ফেরত দিয়ে যাক চোর। দুঃসাহসিক চুরি প্রায় দেড়শ বছরের পুরনো মন্দিরের মা বিপদতারিনী দুর্গা দেবী মন্দিরে। কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী।

Jan 18, 2025, 10:48 AM IST
1/6

কিরণ মান্না: গয়নাগাটি থালা-বাসন দামি পুজোর সামগ্রী ফেলে রেখে মা-কে চুরি করে নিয়ে গেল চোর। কান্নায় ভেঙে পড়লেন পরিবার।   

2/6

তাদের আর্তি গয়নাগাটি নিয়ে যাক কিন্তু মাকে ফেরত দিয়ে যাক চোর। চোর যদি স্বসম্মানে এসে মাকে ফেরত দেয় তাকে বরং আরও কিছু টাকাও দেবে গয়নাগাটিও দেবে পুরস্কৃত করবে পরিবার। 

3/6

পুলিসকেও বলবে না। প্রায় দেড়শ বছরের পুরনো মন্দিরের মা বিপদতারিনী দুর্গা দেবী। 

4/6

পূর্ব মেদিনীপুরের কাঁথি আঠিলাগড়িতে গভীর রাতে এই ঘটনা ঘটিয়েছে চোর। সঞ্জীব ভট্টাচার্যের বাড়ির ঘটনা। 

5/6

নিজেই ছোট থেকে পূজারির কাজ করতেন। এখন মাকে না পেয়ে বড্ড অসহায়। কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্ত্রী পরিবারের চোখেও জল।   

6/6

কাঁথি থানার পুলিসের কাছে এখন বড় দায়িত্ব গয়নাগাটি সোনা-দানা নয়, মাকে খোঁজার দায়িত্ব। পুলিস তল্লাশির তোড়জোড় শুরু করেছে।