Sanjay Roy | R G Kar Incident: কয়েক ঘণ্টার মধ্যেই রায়! সাজা ঘোষণার আগে ফিরে দেখা সঞ্জয়ের 'বিতর্কিত' অতীত...

Kolkata doctor rape-murder case: ৯ অগাস্ট থেকে ১৮ই জানুয়ারি। গত পাঁচ মাসে কালের নিয়মে প্রতিবাদের সুর ম্লান হয়েছে ঠিকই। কিন্তু ক্ষোভের আগুন নেভেনি। ১৮ জানুয়ারি এই মামলার রায় দিতে চলেছে শিয়ালদহ আদালত।

Jan 18, 2025, 11:56 AM IST
1/10

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিশপ্ত ৯ আগস্ট। আর জি কর হাসপাতালে নাইট ডিউটিতে ছিল তরুণী চিকিত্‍সক। হাসপাতালের সেমিনার হল উদ্ধার হয় তাঁর অর্ধনগ্ন দেহ। ১০ আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়।

2/10

সঞ্জয় রায়ের বিরুদ্ধে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য থেকে দেশ।   

3/10

সঞ্জয়ের এই হাড়হিম কাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। কে এই সঞ্জয়? জানা যায়, কলকাতাতেই জন্ম সঞ্জয় রায়ের। ১ ভাই, ৪ বোন তার।  

4/10

২০১৮-এর ২৯ অক্টোবর কলকাতা পুলিসের সিভিক ভলান্টিয়ারের চাকরিতে যোগদান করে সঞ্জয়।

5/10

তারপর সিভিক ভলান্টিয়ার হিসেবে কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যোগ দেয় সঞ্জয়। ২০২১-এ ৪ অক্টোবর কলকাতা পুলিসের ওয়েলফেয়ার বোর্ডে পোস্টিং হয় তার। সল্টলেকে কলকাতা পুলিসের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে তার আস্তানা।

6/10

এরপরই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টে কর্মরত হয় সঞ্জয়। চিকিত্‍সা করাতে আসা কলকাতা পুলিসের আধিকারিক-কর্মীদের দেখভালের দায়িত্বেও থাকে সে। এখান থেকেই শুরু হয় হাসপাতালে সঞ্জয়ের অবাধ যাতায়াত। সিভিক হিসেবে সঞ্জয়ের রিপোর্টিং বস কলকাতা পুলিসের এসআই অনুপ দত্ত।

7/10

জানা যায়, এক সময়ে ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিল সঞ্জয়। 

8/10

সঞ্জয় রায়ের ব্যক্তিগত জীবন

তিন-তিন বার বিয়ে করে পারভার্ট সঞ্জয়। ২০১৪-তে প্রথম বিয়ে। তার দুমাস যেতে না যেতে ডিভোর্স। ২০১৭-তে এক বিধবা মহিলাকে বিয়ে করে সে। প্রথম বিয়ের পুনরাবৃত্তি ঘটে এবারও। কয়েক মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। পরে ফের বিয়ে করে সঞ্জয়। জানা যায়, ক্যানসারে মৃত্যু হয় তৃতীয় স্ত্রীর। 

9/10

ঘটনার পাঁচ মাস পার। ১৮ জানুয়ারি এই মামলার রায় দিতে চলেছে শিয়ালদহ আদালত।

10/10

গত পাঁচ মাসে কালের নিয়মে প্রতিবাদের সুর ম্লান হয়েছে ঠিকই। কিন্তু ক্ষোভের আগুন নেভেনি। থামেনি বিচারের দাবি। ফাঁসি নাকি যাবজ্জীবন, মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নিয়তি কি? সঞ্জয়ের ভাগ্য ঠিক হবে বিচারকের কলমের একটি আঁচড়ে।