নিয়ম লঙ্ঘন! FIR দায়ের Alia Bhatt-র বিরুদ্ধে
১৫ ডিসেম্বর দিল্লি গিয়েছিলেন আলিয়া ভাট
COVID-19 সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায়, সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। প্রত্যেককে এই নির্দেশিকা মেনে চলতে হবে। বলিউড সেলিব্রিটিরাও এর ব্যতিক্রম নয়। কিন্তু জানা গেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) আলিয়া ভাটের বিরুদ্ধে COVID-19 নিয়ম লঙ্ঘনের কারনে FIR দায়ের করার পরিকল্পনা করছে।
1/7
কেন FIR
2/7
কী করেছেন আলিয়া?
জানা গেছে, আলিয়া ভাট উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিভাগে ছিলেন। যদিও তাঁর COVID-19-এর পরীক্ষার ফল নেগেটিভ হয়। অভিনেতাকে BMC-র নিয়ম অনুসারে ১৪ দিনের জন্য নিজেকে আলাদা করে রাখার কথা ছিল। কিন্তু অভিনেতা আইসোলেশন মানেননি এবং সম্প্রতি তার আসন্ন সিনেমা ব্রহ্মাস্ত্রের মোশন পোস্টার লঞ্চের জন্য দিল্লিতে গিয়েছিলেন।
photos
TRENDING NOW
3/7
কী বললেন প্যাটেল?
4/7
বিএমসি-র বক্তব্য
5/7
কেন গেলেন দিল্লি?
6/7
কবে মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র?
7/7
আর কে কে কোভিড আক্রান্ত?
photos