লাল জুতোটা বড়ই 'পয়া', সেটা পরেই 'দ্যা জোয়া ফ্যাক্টর' ছবির প্রচারে হাজির সোনম

Aug 30, 2019, 20:29 PM IST
1/6

বি-টাউনে ফ্যাশান সেন্সটা বোধহয় সোনম কাপুরের কাজ থেকেই শিখতে হয়। 'দ্যা জোয়া ফ্যাক্টর' ছবির প্রমোশনে সোনম যেভাবে হাজির হলেন, তাতে বেশ বুঝিয়ে দিলেন তিনিই আসল 'ফ্যাশনিস্তা'। 

2/6

অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে জোয়া সিং সোলাঙ্কির ভূমিকায় দেখা যাবে সোনম কাপুরকে।

3/6

ছবির প্রমোশনেও তাই খানিকটা নিজের চরিত্র অনুযায়ীই পোশাক পরেছিলেন সোনম কাপুর আহুজা। সাদা ব্লেজার ও টপের সঙ্গে সোনমের পরনে ছিল লাল হাইনেক টপ। পোশাকের সঙ্গে মিলিয়ে সোনম পরেছিলেন 'লাল বুট'। সঙ্গে ছিল একটি নীল হ্যান্ডব্যাগ। 

4/6

ছবির প্রমোশনে নিজের ছবি পোস্ট করে সোনম লিখেছেন আজকের দিনটা ভীষণই পয়া। কারণ আমি আমার সেই পয়া লাল বুটটা পরেছি। 

5/6

প্রসঙ্গত, 'দ্যা জোয়া ফ্যাক্টর' ছবিতে সোনম ছাড়াও দেখা যাবে সঞ্জয় কাপুর, অঙ্গদ বেদী, শিকন্দর খের, রাহুল খান্না সহ অন্যান্যদের। 

6/6

আগামী ২০ সেপ্টেম্বর মু্ক্তি পাচ্ছে দ্যা জোয়া ফ্যাক্টর ছবিটি।