Weather Today: তাপমাত্রায় রেকর্ড পতন, সঙ্গে দোসর বৃষ্টি

Jan 15, 2022, 07:29 AM IST
1/5

নেমে গেল পারদ

Dip in temperature

দিনের তাপমাত্রায় ফের রেকর্ড পতন। বৃহষ্পতিবারের ২৫.৪ ডিগ্রি থেকে শুক্রবার অকাল বৃষ্টির হাত ধরে দিনের তাপমাত্রা নেমে যায় ২০.৯ ডিগ্রিতে। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম।

2/5

কমে গেল রাতের তাপমাত্রাও

night temperature also decreased

লক্ষ্যণীয় ভাবে কমেছে রাতের তাপমাত্রাও। রাতারাতি প্রায় ২ডিগ্রি পতন রাতের তাপমাত্রায়। ১৮.২ ডিগ্রি থেকে কমে শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।

3/5

আরও কমে যাবে রাতের তাপমাত্রা

night temperature will decrease more

শনিবার বিকেলের পর থেকে কমবে বৃষ্টির প্রভাব। রবিবার থেকে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। রাতের তাপমাত্রা আগামি ৪৮ ঘন্টায় আর প্রায় ২ ডিগ্রি নেমে ১৪-র কোঠায় থাকবে।

4/5

কোথায় হবে বৃষ্টি?

where will it rain?

শনিবার দিনভর হালকা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে । যে জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে আছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এরপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

5/5

উত্তরবঙ্গে কুয়াশা?

north bengal will have fog in the next seven days

আগামী সাতদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে।