Poison Information Centre: রোগীর শরীরে কোন বিষ? কোন ওষুধে চিকিৎসা? জানতে নতুন পয়জন ইনফরমেশন সেন্টার!

Jan 25, 2025, 16:18 PM IST
1/5

অয়ন শর্মা: নতুন পয়জন ইনফর্মেশন সেন্টার পেতে চলছে রাজ্য। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল রাজ্যের প্রথম পয়জন ইনফর্মেশন সেন্টার।   

2/5

এবার আরও দুটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগের অধীনে তৈরি হচ্ছে দুটি পয়জন ইনফর্মেশন সেন্টার। একটি পয়জন information center তৈরি হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যটি হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

3/5

এই দুটি মেডিকেল কলেজ  হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, হাসপাতালের বিভিন্ন বিভাগ - ১. জেনারেল মেডিসিন, ২.পেডিয়াট্রিক মেডিসিন, ৩,আনেসথেসিওলজি এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন।

4/5

৪.নেফ্রলজি,  ৫. প্রিভেন্টিভ এবং সোশ্যাল মেডিসিন, ৬. হাসপাতালের ফরেনসিক মেডিসিনের প্রধান। বিভিন্ন বিভাগ থেকে একজন প্রতিনিধিকে নিয়ে, প্রশিক্ষণ দিয়ে, তাকে এই কমিটির অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।যারা মূলত পয়জন ইনফরমেশন সেন্টারের সদস্য হিসেবে থাকবে।

5/5

মূলত কী করা হয় এই পয়জন সেন্টারে, সাপের কামড়ে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে, শরীরে কি ধরনের বিষ প্রবেশ করল,তার চিকিৎসায় কী ধরনের সেই নিয়ে গবেষণা করা। এই পয়জন সেন্টার তৈরি হওয়ার পর গবেষণার ফলে মৃত্যু হার কমবে। কোন ধরনের বিষ কোন এলাকায় বেশি সেটাও জানা যাবে।