Reels Death: রিলস বানাতে ট্রেনের মাথায়, হাইভোল্টেজ তারে স্পর্শ হতেই মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর... ভয়ংকর!

Madhyamik candidate Reels Death: সবার বারণ সত্ত্বেও শোনেনি। রিলসের নেশায় পরিণতি হল মর্মান্তিক।

Jan 27, 2025, 14:40 PM IST
1/5

রিলসের নেশায় মৃত্যু!

Reels Death

সন্দীপ ঘোষ চৌধুরী: রিলস বানানোর নেশায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে কেতুগ্রামের কান্দরা রেল স্টেশনে।   

2/5

রিলসের নেশায় মৃত্যু!

Reels Death

সোমবার কাটোয়া-আমোদপুর শাখার রেললাইনে কেতুগ্রামের কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মাথায় উঠে রিলস করতে গিয়ে হাইভোল্টেজ তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই কিশোরের।   

3/5

রিলসের নেশায় মৃত্যু!

Reels Death

জিশান চৌধুরী নামে ওই কিশোর কেতুগ্রামের খাজি গ্রামের বাসিন্দা। কেতুগ্রাম আশুতোষ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল জিশান। জানা গিয়েছে, এদিন দুই জন বন্ধুর সঙ্গে কান্দরা স্টেশনে আসে জিসান। 

4/5

রিলসের নেশায় মৃত্যু!

Reels Death

এরপর রিলস বানানোর জন্য কান্দরা স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগির ছাদে ওঠে জিশান। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিদ্যুস্পৃষ্ট হয়ে রেলের বগির ছাদে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

5/5

রিলসের নেশায় মৃত্যু!

Reels Death

এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে রেল পুলিস। প্রত্যক্ষদর্শী ও বন্ধুদের বারণ সত্ত্বেও জিশান রেল বগির ছাদের উপর উঠে রিলস বানাতে গিয়েছিল বলে জানা গিয়েছে।