Guillain–Barre Syndrome in Kolkata: মৃত্যু পুনেতে, আতঙ্ক বাড়িয়ে কলকাতাতেও থাবা বসাল গুলেন বারি! আক্রান্ত ২ শিশু...

Guillain–Barre Syndrome Outbreak: বিরল এই স্নায়ুরোগে একজন মানুষের ইমিউনো সিস্টেম ভুল করে শরীরের পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। যে নার্ভাস সিস্টেম দিয়ে ব্রেইন ও স্পাইনাল কর্ড থেকে সারা শরীরে সিগন্যাল যায়।    

Jan 27, 2025, 13:29 PM IST
1/6

কলকাতাতেও গুলেন বারি!

Guillain–Barre Syndrome in Kolkata

অয়ন শর্মা: এবার আর শুধু পুনে নয়, কলকাতাতেও খোঁজ মিলল গুলেন বারি আক্রান্তের। কলকাতা শহরে গুলেন বেরি আক্রান্ত দুজন। দুজনেই শিশু। জানা গিয়েছে, পার্ক সার্কাসের একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ২ শিশু।   

2/6

কলকাতাতেও গুলেন বারি!

Guillain–Barre Syndrome in Kolkata

আক্রান্ত ২ শিশুর একজনের বয়স ৮ বছর। আরেকজনের বয়স ৯ বছর। ২ সপ্তাহ ধরে ভেন্টিলেশনে রয়েছে তারা। এদের মধ্যে একজনকে ৩ সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে ২ সপ্তাহ আগে ভর্তি করা হয়।  

3/6

কলকাতাতেও গুলেন বারি!

Guillain–Barre Syndrome in Kolkata

প্রসঙ্গত, বিরল স্নায়ুরোগে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রের পুনেতে প্রথম এই বিরল স্নায়ুরোগের প্রকোপ দেখা দেয়। ইতিমধ্যেই গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জন।   

4/6

কলকাতাতেও গুলেন বারি!

Guillain–Barre Syndrome in Kolkata

আক্রান্তদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। শনিবার মহরাষ্ট্রের পুনেতে এই বিরল রোগের প্রথম শিকার এক চ্যাটার্ড অ্যাকাউন্টট্যান্ট। প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হন তিনি। তারপর শ্বাসকষ্ট ও শেষে মৃত্যু।  

5/6

কলকাতাতেও গুলেন বারি!

Guillain–Barre Syndrome in Kolkata

বিরল এই স্নায়ুরোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে হাত-পা দুর্বল হয়ে অসাড় হয়ে যাওয়া। ডায়রিয়া, পেটে ব্যথা। সিভিয়ার GBS-এর ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয়। খাবার গিলতে অসুবিধা হয়। শ্বাসকষ্ট  হয়।   

6/6

কলকাতাতেও গুলেন বারি!

Guillain–Barre Syndrome in Kolkata

খাবারে বিষক্রিয়া বা দূষিত জল থেকেই মূলত এই রোগ হয়। বিশেষজ্ঞরা তাই রাস্তায় খোলা খাবার খাবার খেতে নিষেধ করছেন। উপসর্গ দেখা দিলেই বেশি বেশি গরম জল খেতে বলছেন। পেশীতে দুর্বলতা অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নিতে বলছেন।