ভারতে প্রথম কোনও ক্রীড়াসংস্থার নামে স্টেশন; সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে জুড়ে গেল IFA-র নাম

Oct 08, 2020, 18:19 PM IST
1/5

সুখেন্দু সরকার : বাংলা ফুটবলে নজিরবিহীন ঘটনা। যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশে তৈরি হওয়া নতুন মেট্রো স্টেশনের নামকরণে যুক্ত হল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-র নাম।  

2/5

ভারতের কোথাও কোনও ক্রীড়াসংস্থার নামে রেল বা মেট্রো স্টেশনের নাম নেই। আর সেখানেই শতবর্ষ প্রাচীন আইএফএ-র নাম জুড়ে নয়া ইতিহাস তৈরি হল। 

3/5

বৃহস্পতিবার দুপুরে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে গেল আইএফএ-র নাম। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব জয়দীপ মুখার্জির সঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ে জেনারেল ম্যানেজার মনোজ জোশী।

4/5

স্টেশনের ভিতরে ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি প্রয়াত চুনী গোস্বামী এবং পি কে ব্যানার্জির ছবি দিয়ে সাজানো হয়েছে।  

5/5

এদিনের মেট্রো স্টেশনের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য।