ISIS-K: কাবুল হামলার মূল চক্রী আইএস খোরাসান! এই জঙ্গি গোষ্ঠীর পরিচয় কী?

Aug 28, 2021, 14:05 PM IST
1/5

An Afghan affiliate of the Islamic State group: আফগান ইসলামিক সংগঠন

An Afghan affiliate of the Islamic State group: আফগান ইসলামিক সংগঠন

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর নেপথ্যে নাম জড়িয়েছে আইএস খোরাসানের। হামলার দায় স্বীকারও করেছে। তালিবানের পক্ষ থেকেও এই নারকীয় কাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে।

2/5

Khorasan - the land of the Sun: খোরাসান

Khorasan - the land of the Sun: খোরাসান

প্রশ্ন হল কারা এই আইএস খোরাসান? আইএস-কে সংগঠন আফগানিস্তানের খোরাসান প্রদেশের নাম নিয়ে এই জঙ্গি নেটওয়ার্ক চালাচ্ছে বলে খবর।  

3/5

A series of deadly attacks: পর পর আত্মঘাতী হামলা

A series of deadly attacks: পর পর আত্মঘাতী হামলা

 IS-K এবং তালিবান মতাদর্শের দিক থেকে আলাদা। তালিবানের ঘোষিত শত্রুও বলা চলে। আফগানিস্তান দখলের সময় খোরাসানের সঙ্গে সংঘর্ষ হয় তালিবানের, সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশ্যে এসেছে।   

4/5

IS-K feel the Taliban are not "hardline enough": তালিবান ও খোরাসান উভয়েই জঙ্গি গোষ্ঠী

IS-K feel the Taliban are not

তালিবান ও খোরাসান উভয়েই জঙ্গি গোষ্ঠী তবে মতাদর্শে ভিন্ন৷ তালিবান দেওবন্দ ভাবধারার। অন্যদিকে, সালাফি আন্দোলনের আদর্শে ব্রতী আইএস খোরাসান। তালিবান যেখানে আফগানিস্তানকে ইসলামিক আমিরশাহী বানাতে চায়, খোরাসানরা সেখানে দক্ষিণ ও মধ্য এশিয়ায় খিলাফত প্রতিষ্ঠা করতে লড়াই চালাচ্ছে। 

5/5

Future Tense: লড়াই জারি রাখার হুঁশিয়ারি

 Future Tense: লড়াই জারি রাখার হুঁশিয়ারি

তাই তালিবানকে তারা দিকভ্রষ্ট এবং কাফেরও বলে থাকে। কাবুল দখলের পর থেকেই তালিবানের বিরুদ্ধে লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে খোরাসান। কাবুল বিমানবন্দরে হামলা কিছুটা সেদিকেই ইঙ্গিতবাহী।