বর্ষাকালে স্যাঁতসেঁতে ঘর নিয়ে নাজেহাল! জেনে নিন কয়েকটি উপায়

Aug 28, 2021, 14:02 PM IST
1/8

বর্ষাকালে সকলেরই বাড়িতে কম-বেশি Damp এর সমস্যা হয়

During the rainy season, everyone has more or less the problem of Damp at home

বর্ষাকালে সকলেরই বাড়িতে কম-বেশি Damp এর সমস্যা হয়, তাই বর্ষাকালে খেয়াল রাখুন বাড়ির। কীভাবে বাড়ির যত্ন নেবেন তার জন্য রইল কয়েকটা টিপস। সম্ভব হলে বাড়িতে, প্রাইমার কিংবা হোয়াইট ওয়াশ করিয়ে নিন।   

2/8

বর্ষাকালের আগে চেষ্টা করুন বাড়ি রং করানোর

Try to paint the house before the rainy season

 নিয়মিত ঘর বাড়ির যত্ন নিন। সম্ভব হলে বর্ষাকালের আগে বাড়ি রং করান।

3/8

প্লাসটিক বা অন্যও কিছু শেড দিয়ে ঢাকা দিতে পারেন

You can cover it with plastic or some other shade

দরকারে জানলার বাইরেটা প্লাসটিক বা অন্যও কিছু শেড দিয়ে ঢাকা দিতে পারেন। 

4/8

জানলায় জং ধরলে, তার ব্যবস্থা নিন

If there is rust in the window, take action

বর্ষাকালে  জানলার গ্রিলে  রঙ করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জানলায় জং ধরলে, তার ব্যবস্থা নিন।

5/8

ঘরের মেঝেতে বৃষ্টির জল পড়লে, সঙ্গে সঙ্গে মেঝে পরিস্কার রাখুন

If rainwater falls on the floor of the house, keep the floor clean immediately

ঘরের মেঝেতে বৃষ্টির জল পড়লে, সঙ্গে সঙ্গে মেঝে পরিস্কার রাখুন।  মেঝে পরিস্কার করে না রাখলে মেঝে নষ্ট হয়ে যেতে  পারে। 

6/8

খেয়াল রাখুন, বৃষ্টি হলে জানলা, দরজা বন্ধ করতে ভুলবেন না

Remember, if it rains, don't forget to close the windows and doors

 খেয়াল রাখুন, বৃষ্টি হলে জানলা, দরজা বন্ধ করতে ভুলবেন না, আর যদি বাইরে যাওয়ার থাকে তাহলে অবশ্যই দরজা বন্ধ করে যান। 

7/8

বিশেষজ্ঞ কারিগরের সঙ্গে যোগাযোগ করে গোটা বাড়ির অবস্থান

The location of the whole house by contacting the expert craftsman

বিশেষজ্ঞ কারিগরের সঙ্গে যোগাযোগ করে গোটা বাড়ির অবস্থান ও পরিস্থিতি বুঝে, পরামর্শ নিন।

8/8

বর্ষাকালে কম-বেশি সকলের বাড়িতেই সমস্যা হয়

During the rainy season, more or less everyone has a problem at home

বর্ষাকালে কম-বেশি সকলের বাড়িতেই সমস্যা হয়, তবে বাড়ির কোন জায়গা বেশি Damp তা বুঝে, প্রয়োজনে  মিস্ত্রি ডেকে পরামর্শ নিতে পারেন।