মেয়ের অন্নপ্রাশন হল না, বাড়ির কাজও অসমাপ্ত! শহিদ সুবোধের জন্য কাঁদছে গোটা গ্রাম
গতকাল দুপুর দুটো নাগাদ প্রথম ফোনটি আসে অনিন্দিতার কাছে। শহিদ সুবোধ ঘোষের স্ত্রী তিনি। প্রাথমিক কিছু খবর জানতে চাওয়া হয় সেনার তরফে। দ্বিতীয়বার ফোন করে জানানো হয়, সুবোধ ঘোষ আর নেই। কার্যত অনিন্দিতার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। তখন ভাতের থালা নিয়ে বসেছিলেন তিনি। কী করবেন, কাকে খবরটা জানাবেন, কিছুই যেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। পাশে ঘুমোচ্ছিল একরত্তি ছোট্ট শিশু কন্যা। কান্নায় ভেঙে পড়েছিলেন অনিন্দিতা। সঙ্গে সঙ্গেই পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খবর পৌঁছয়।
গতকাল দুপুর দুটো নাগাদ প্রথম ফোনটি আসে অনিন্দিতার কাছে। শহিদ সুবোধ ঘোষের স্ত্রী তিনি। প্রাথমিক কিছু খবর জানতে চাওয়া হয় সেনার তরফে। দ্বিতীয়বার ফোন করে জানানো হয়, সুবোধ ঘোষ আর নেই। কার্যত অনিন্দিতার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে। তখন ভাতের থালা নিয়ে বসেছিলেন তিনি। কী করবেন, কাকে খবরটা জানাবেন, কিছুই যেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। পাশে ঘুমোচ্ছিল একরত্তি ছোট্ট শিশু কন্যা। কান্নায় ভেঙে পড়েছিলেন অনিন্দিতা। সঙ্গে সঙ্গেই পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খবর পৌঁছয়।