নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত টারজান ছবি খ্যাত হলিউড তারকা জো লারা। চার্টার্ড বিমানে করে যাত্রা করা সময়ে ন্যাশভিল শহরের কাছেই পার্শি প্রেইস্ট হ্রদে ভেঙে পড়ে বিমানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
2/5
শনিবার সকাল ১১ টার সময় ভেঙে পড়ে বিমানটি। বিমানে উপস্থিত ছিলেন ৭ জন। জো লারার (Tarzan Actor Joe Lara) স্ত্রীও ছিলেন সেই বিমানে। ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা দিয়েছিল ওই চার্টার্ড বিমান। বিমানে উপস্থিত সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
photos
TRENDING NOW
3/5
দেহ উদ্ধারের জন্য স্থানীয় দমকল ও বিপর্যয় বাহিনী কাজ চালাচ্ছে। কেউ বেঁচে নেই বলেই অনুমান করা হচ্ছে।
4/5
টারজানের মৃত্যুতে শোকের ছায়া হলিউড সহ চলচ্চিত্র জগতে।
5/5
মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। ২০১৮ সালে বিয়ে করেন Joe Lara।