সোনাজয়ী স্বপ্না বর্মনকে যন্ত্রণার হাত থেকে মুক্তি দিল এক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা

| Mar 08, 2019, 20:06 PM IST
1/5

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

তাঁর দুই পায়ে ১২টি আঙুল। ফলে আর পাঁচজন সাধারণ অ্যাথলিটের মতো তাঁর লড়াইটা নয়। আর পাঁচজনের মতো সাধারণ স্পোর্টস শু পরে ছুটতে তাঁকে যন্ত্রণায় কাতরাতে হত। 

2/5

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

এশিয়ান গেমসের হেপ্টাথলন ইভেন্টে সোনা জয়ী বাংলার স্বপ্না বর্মনকে সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। 

3/5

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

অ্যাডিডাস-এর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, স্বপ্নাকে কাস্টমাইজড শু দেওয়া হবে। যা কিনা তাঁকে যন্ত্রণার হাত তেকে মুক্তি দেবে। কথা রাখল অ্যাডিডাস।

4/5

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

বিশেষ ধরণের জুতো বানানোর আগে স্বপ্নাকে জার্মানিতে নিজেদের অ্যাথলিট সার্ভিস ল্য়াবে নিয়ে গিয়েছিল অ্যাডিডাস কর্তৃপক্ষ।

5/5

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

স্বপ্নার জন্য জুতো পাঠাল অ্যাডিডাস

অ্যাডিডাস-এর বিশেষ জুতো পেয়ে স্বপ্না বললেন, "পায়ের যন্ত্রণা নিয়ে আর ভাবতে হবে না। আবার শান্তিতে ট্রেনিং করতে পারব। আমি ইতিমধ্যে এই জুতো পরে ট্রেনিং শুরু করেছি। কখনও ভাবতে পারিনি, আমার জন্য কোনও সংস্থা বিশেষ ধরণের জুতো তৈরি করে পাঠাবে। অ্যাডিডাস টিমকে ধন্যবাদ।"