সুশান্তের মৃত্যুর তদন্তকারী অফিসারকে কোয়ারেন্টিন বিএমসির, তোপ দাগলেন বিহারের মুখ্যমন্ত্রী

Aug 03, 2020, 12:11 PM IST
1/6

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে বিহার থেকে মুম্বইতে পৌঁছন আইপিএস অফিসার বিনয় তিওয়ারি। মুম্বইতে পৌঁছে তদন্ত শুরু করার পরই তাঁকে জোর করে কোয়ারেন্টিন করা হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 

2/6

সুশান্তের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিসের কাছে তথ্য চেয়ে আবেদন করেন বিনয় তিওয়ারি। এরপরই তাঁকে জোর করে বিএমসি কোয়ারেন্টিন করে দেয় বলে অভিযোগ। যদিও বিএমসির তরফে গোটা বিষয়টি অস্বীকার করা হয়। বিএমসির দাবি, ঘরোয়া বিমানে করে বিনয় তিওয়ারি বিহার থেকে মুম্বইতে পৌঁছন। সেই কারণে নিয়ম মেনেই তাঁকে কোয়েরন্টিন করা হয়

3/6

বিষয়টি নিয়ে বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে মুম্বই প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 

4/6

তদন্ত করতে যাওয়ার পর কেন বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টন করা হল, তা নিয়ে কার্যত তোপ দাগেন মুখ্যমন্ত্রী 

5/6

নীতিশ কুমার বলেন, তদন্তের স্বার্থেই বিনয় তিওয়ারি পাটনা থেকে মুম্বইতে পৌঁছন। কেন তাঁকে তদন্তে বাঁধা দেওয়া হল, তা নিয়ে কথা বলা হবে বলে ,স্পষ্ট জানান বিহারের মুখ্যমন্ত্রী 

6/6

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া যাতে পাটনা থেকে মুম্বইতে স্থানান্তিরত করা হয়, সে বিষয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করেন রিয়া চক্রবর্তী। রিয়ার ওই আবেদনের পরই সুশান্তের পরিবারের তরফে পালটা ক্যাভিয়েট দাখিল করা হয়