দিশা সালিয়ানের সঙ্গে সুশান্তের যোগাযোগ নিয়ে মুখ খুললেন রিয়া চক্রবর্তী

Aug 27, 2020, 23:14 PM IST
1/6

সুশান্ত মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী, সম্প্রতি প্রথমবার নিরাবতা ভেঙে সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। সাক্ষাৎকারে রিয়া বহু বিষয়েই নিজের মতামত, এবং তাঁর দাবি অনুযায়ী সত্য প্রকাশ্যে আনার চেষ্টা করেছেন। 

2/6

সুশান্ত মৃত্যুর সঙ্গে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর যোগ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সেবিষয়েও মুখ খুলেছেন রিয়া চক্রবর্তী। 

3/6

রিয়ার কথায়, কর্ণারস্টোন নামে একটি সংস্থার তরফে দিশাকে সুশান্তের কাজ দেখাশোনার জন্য ২০২০-র মার্চ মাসে নিযুক্ত করা হয়েছিল। তার আগে শ্রুতি মোদী সুশান্তের কাজ দেখাশোনা করতেন। 

4/6

রিয়ার কথায়, সুশান্ত নিজেই শ্রুতিকে ছুটি নিতে বলেছিলেন, কারণ, তাঁর পা ভেঙেছিল। আর এরপরেই সুশান্তের কাজ দেখাশোনার জন্য আসেন দিশা। তার আগে নয়। 

5/6

রিয়ার কথায়, দিশার সঙ্গে সুশান্তের মাত্র কয়েক মিনিট কথা হয়েছিল, এর বেশি নয়। এবং তারপর সুশান্তের সঙ্গে দিশার আর যোগাযোগও হয়নি। 

6/6

দিশার মৃত্যুতে সুশান্ত কি খুব ভেঙে পড়েছিলেন? এ প্রশ্নের উত্তরে রিয়া বলেন, তিনি সেসময় সুশান্তের সঙ্গে ছিলেন না। ওই সময় তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, এবিষয়টা তাঁরাই ভালো বলতে পারবেন।