নিশা, নোয়া ও আশের তিন সন্তানের নামে ট্যাটু বানালেন ড্যানিয়েল

Nov 19, 2018, 16:14 PM IST
1/15

এর আগে অজয় দেবগন, সুস্মিতা সেন, রবিনা ট্যান্ডন, অক্ষয় কুমার নিজের সন্তানের জন্য শরীরে ট্যাটু করিয়েছেন। এবার সেই একই সিদ্ধান্ত নিয়েছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। 

2/15

কিছুদিন আগেই ট্যাটু করানোর এই ছবি পোস্ট করেছিলেন ড্যানিয়েল।

3/15

নিজের তিন সন্তান নিশা, আশের ও নোয়ার নাম কালি দিয়ে শরীরে লেখালেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল। অর্থাৎ নিজের বাঁ দিকের বুকের উপর ছেলেমেয়েদের নামের ট্যাটু করিয়েছেন ড্যানিয়েল।

4/15

গতবছরই নিশাকে দত্তক নিয়েছিলেন সানি লিওন, পরে সারোগেসির মাধ্যে সানি ড্যানিয়েলের ঘরে আসে আরও দুই সন্তান নোয়া ও আশের। এরাই এখন দুজনের নয়নের মণি।

5/15

মহারাষ্ট্রের লাতুর জেলার এক অনাথ আশ্রম থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল।

6/15

সানি বাড়ি না থাকলে নিশা ও দুই সন্তানের দেখা শোনা করেন ড্যানিয়েল।

7/15

নিশাকে যত্ন করে বড় করে তুলছেন সানি ও ড্যানিয়েল।

8/15

দুই পুত্র আশের ও নোয়ার সঙ্গে ড্যানিয়েল।

9/15

দত্তক নেওয়ার আগে অপুষ্টিতে ভুগছিল ছোট্ট নিশা। আর সেকারণেই তাঁকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সানি।

10/15

সানি লিওল জানিয়েছিলেন ড্যানিয়েলের বাবা সময় অভিযোগ করতেন যে ওয়েবার পরিবারে কোনও কন্যা সন্তান নেই। তাই কন্যা সন্তান দত্তক নেওয়ার জন্য লাতুরের ওই অনাথ আশ্রমে যান সানি।

11/15

নিশাকে সময় দেওয়ার যথেষ্ট চেষ্টা করেন সানি। এমনকি নিশার স্কুলেও যান সানি।

12/15

নোয়া ও আশেরের সঙ্গে সানি। 

13/15

নিশার জন্মদিনে তাঁকে নিয়ে মার্কিন মুলুকের এক সমুদ্রতটে ঘুরতে নিয়ে গিয়েছিলেন সানি ও ড্যানিয়েল।

14/15

বেড়াতে গিয়ে নিশার সঙ্গে ছবিও পোস্ট করেন সানি। 

15/15

নিশাই তাঁর জীবনের সবকিছু বলে জানান সানি।